Search by Your given Geography questions or by Your Name.
(তোমার নাম অথবা ভূগোলের প্রশ্ন লিখে উত্তর খুঁজে নাও)

Search This Blog

Monday, July 12, 2021

#MyGeoHelp -57. #Shruti mandal - 12/10/2019

 প্রশ্নঃ- ভারতের জীবনরেখা কাকে বলে ?

উত্তরঃ- রেলপথকে । 

#MyGeoHelp -56. #Sk parbhaj - 26/11/2019

প্রশ্নঃ- শিকড় আলগা শিল্প কী ? উত্তরঃ- নিচের লিঙ্কটিতে ক্লিক করে উত্তর দেখ ।

My Geo Help: #MyGeoHelp -53. #Sneha - 26/10/2019:   

Friday, November 15, 2019

#MyGeoHelp -55. #Dhruba Das - 13/11/2019

প্রশ্নঃ- শিকড় আলগা শিল্প কী ? উত্তরঃ- নিচের লিঙ্কটিতে ক্লিক করে উত্তর দেখ ।
My Geo Help: #MyGeoHelp -53. #Sneha - 26/10/2019:   

Wednesday, November 13, 2019

#MyGeoHelp -49. #Satyajit Paul- 23/09/2019

প্রশ্নঃ- ধাপ চাষ কী ?
উত্তরঃ-  পাহাডের গায়ে ধাপ কেটে চাষাবাদ করা কে বলা হয় ধাপ চাষ । উত্তর-পূর্ব ভারতে এই ধরনের চাষ দেখা যায় ।




#MyGeoHelp -50. #Shimran- 29/09/2019

প্রশ্নঃ- সার্কের বহিঃপ্রান্তকে কি চৌকাঠ বলে ?
উত্তরঃ- হ্যাঁ । 

#MyGeoHelp -51. #Sneha - 13/10/2019

প্রশ্নঃ- বরদৈছিলা কোথায় দেখা যায় ?
উত্তরঃ-  আসামে ।

#MyGeoHelp -52. #Rubel Ahamed - 25/10/2019

প্রশ্নঃ-  SAIL এর সদর দপ্তর ও মুখ্য কার্যনির্বাহী অফিস কোথায় ?
উত্তরঃ-  নতুন দিল্লী ।


#MyGeoHelp -53. #Sneha - 26/10/2019

প্রশ্নঃ- শিকড় আলগা শিল্প কী ?
উত্তরঃ-  যে সকল শিল্পে ব্যবহৃত কাঁচামাল ও উৎপাদিত পন্যের ওজনের কোন পরিবর্তন হয় না সেই শিল্প গুলি কাঁচামালের উৎস , বাজার বা মাঝামাঝি অন্য যে কোনো স্থানে স্থাপন করা যায় বলে এগুলিকে শিকড় আলগা শিল্প বলে । যেমন কার্পাস বয়ন শিল্প ।

  

#MyGeoHelp -54. #Sayan Mondal - 8/11/2019

প্রশ্নঃ- সার্ক কে নরওয়েতে কি নাম বলা হয় ?
উত্তরঃ- বটন (Botn) (Source- Dr.Partha Basu -P-217)


#MyGeoHelp -48. #Sudin bag- 12/09/2019

প্রশ্নঃ-  লিচেট কী ? 
উত্তরঃ-  জলাশয় বা ভৌমজলে মিলিত হওয়া ল্যান্ডফিলের বর্জ্য পদার্থ ধোয়া জল  লিচেট (Leachate) নামে পরিচিত ৷ 

#MyGeoHelp -47. #Souvik- 07/09/2019

প্রশ্নঃ- What is Pacific Garbage ?
উত্তরঃ- মূলত উত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সমূদ্র স্রোতের কারনে অবক্ষিপ্ত আবর্জনা সমূহকে বলা হয় প্রশান্ত মহাসাগরিয় আবর্জনা   ।




#MyGeoHelp -46. #আরিফ- 31/08/2019

প্রশ্নঃ- পোল্ডার ভূমির প্রকৃতি কীরূপ ? 
উত্তরঃ- সমুদ্র থেকে উদ্ধারকৃত নিচু ভূমি ।  

#MyGeoHelp -45. #Saha alam- 30/08/2019

প্রশ্নঃ-  WWW ?
উত্তরঃ- World Wide Web 

#MyGeoHelp -44. #Rabaul islam- 21/08/2019

১. প্রশ্নঃ- ইনসেলবার্জ গোলাকার ঢিবিতে পরিণত হলে তাকে কি বলে ?
উত্তরঃ- টর / ক্যাসেল কপিজ (castle koppie)। bhugol o poribesh sahayika - d.moulik P-38, Y- 2017


২. প্রশ্নঃ- হিমালয়ে অবস্থিত একটি পিরামিড চূড়ার নাম কী?
উত্তরঃ- শিবলিঙ্গ শৃঙ্গ , উত্তরাখণ্ড

#MyGeoHelp -43. #Rubel Ahamed- 09/08/2019

প্রশ্নঃ- পশ্চিমঘাট পবতের দুটি নদীর নাম যাদের মোহনা আরব সাগরে ?
উত্তরঃ- সরাবতী নদী , কালি নদী , নেত্রাবতী নদী, মান্ডোভী নদী প্রভৃতি ।