Search by Your given Geography questions or by Your Name.
(তোমার নাম অথবা ভূগোলের প্রশ্ন লিখে উত্তর খুঁজে নাও)

Search This Blog

Wednesday, January 23, 2019

#MyGeoHelp -34. #Amina Khatun - 08/01/2019

উইকি - জিওষ্টেশনারী উপগ্রহ
1.প্রশ্নঃ- জিওষ্টেশনারী উপগ্রহ কী ?
উত্তরঃ- যে উপগ্রহ গুলি পৃথিবীর আবর্তনের সাথে তাল মিলিয়ে ২৪ ঘন্টায় পৃথিবীকে ১ বার পূর্ণ পরিক্রমণ করে তথ্য সংগ্রহের কাজ করে চলেছে সে গুলি ভূ-সমলয় উপগ্রহ বা Geo-Stationary Satellite নামে পরিচিত । যেমন- বাশিয়ার GOMs, ভারতের INSAT প্রভৃতি । 
2.প্রশ্নঃ- GAP কী ? এর উদ্দেশ্য গুলি কী কী ?
উত্তরঃ- GAP এর পুরো নাম Ganga Action Plan  । মূলত গঙ্গা নদীকে দূষন মুক্ত করতে ১৯৮৬ সালে ''গঙ্গা অ্যাকশান প্ল্যান'' প্রকল্পটি প্রথম শুরু করা হয় এবং ১৯৯৫ সালে এর দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয় । 

উদ্দেশ্য ঃ- গঙ্গা অ্যাকশন প্ল্যানের উদ্দেশ্য গুলি নিম্নরূপ - ১) গঙ্গা নদীর পাশাপাশি গড়ে ওঠা শহরগুলির পয়ঃপ্রণালীর  জল পরিশোধন করে গঙ্গায় ফেলার ব্যবস্থা করা । ২) দূষিত জল যাতে সরাসরি গঙ্গায় না পড়ে, তার জন্য গভীর নজরদারির ব্যবস্থা গ্রহন করা । ৩) গঙ্গা নদীর জলপ্রবাহ যাতে সারাবছর বজায় থাকে তার ব্যবস্থা করা হয়েছে । ৪) গঙ্গা নদীর তীরে যে কোনো ইটভাটা জাতীয় কারখানা যাতে গড়ে উঠতে না পারে সে বিষয়ে নজর রাখা হচ্ছে । ৫) গঙ্গার পাড়ে অবস্থিত কারখানা গুলি যাতে নোংরা জল ও বর্জ্য নদীতে না ফেলে তার জন্য সজাগ নজরদারির ব্যবস্থা করা হয়েছে । 
3.প্রশ্নঃ-  জলপ্রপাত উৎসের দিকে সরে যায় কেন ?
উত্তরঃ- নদীর গতি পথে কঠিন ও কোমল শিলা পাশাপাশি অবস্থান করলে কোমল শিলা ক্ষয় প্রাপ্ত হয়ে জলপ্রপাত ও প্রপাতকূপের সৃষ্টি হয় এবং নিম্ন অংশের কোমল শিলা ক্ষয় হওয়ায় কারনে ঊর্ধ্ব অংশের কঠিন শিলাস্তূপ ভেঙ্গে গিয়ে জলপ্রপাতের পশ্চাদমুখী স্থান পরিবর্তন হয় বা জলপ্রপাত উৎসের দিকে সরে যায় ।

4.প্রশ্নঃ- দূর সংবেদনের সুবিধা ও আসুবিধা লিখ ?
উত্তরঃ- মহাশূন্য বা দূর থেকে কোন বস্তু বা বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ ও বিচার বিশ্লেষণ করার পদ্ধতিই হল দূর সংবেদন ব্যবস্থা । 
সুবিধাঃ- এই ব্যবস্থার সুবিধা গুলি নিম্ন রূপ - ১) কোন বস্তু বা বিষয়ের সংস্পর্শে না এসেও দূর থেকে ঐ বস্তু বা বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করা ২) স্বল্প সময়ে বিস্তীর্ণ অঞ্চলের তথ্য সংগ্রহ করতে পারা । ৩) দুর্গম অঞ্চলের তথ্য সহজে পাওয়া যায় । ৪) সংগ্রহীত তথ্যের সত্যতা নিখুত থাকে । ৫) Digital আকারে প্রাপ্ত তথ্য গুলি সহজেই বিশ্লেষণ করা সম্ভব । প্রভৃতি । 
অসুবিধাঃ- দূর সংবেদন ব্যবস্থার অসুবিধা গুলি নিম্নরূপঃ- ১) প্রযুক্তি ব্যতীত তথ্য সংগ্রহ সম্ভব নয় ২) তথ্য সংগ্রহের জন্য প্রজুক্তিগত এককালীন অর্থ ব্যয়ের পরিমাণ অনেক বেশি । ৩) এই ব্যবস্থায় শুধুমাত্র ১টি বা ২টি তথ্য সংগ্রহ করা সম্ভব নয় । ৪) অনেক সময় অপ্রয়োজনীয় তথ্যের পরিমাণ অনেক বেশি থাকে বলে কাঙ্খিত তথ্য পেতে অসুবিধা হয় । ৫) তথ্য বিশ্লেষণে প্রযুক্তি ও জ্ঞানের প্রয়োজন আছে । প্রভৃতি ।  

5.প্রশ্নঃ-  Cherry Blossom কী ?
উত্তরঃ- কর্ণাটকের আম্রবৃষ্টি বা প্রাক মৌসুমি বৃষ্টি । 
6.প্রশ্নঃ-  আধুনিক যোগাযোগ ব্যাবস্থার মাধ্যম হিসাবে SMS য়ের দুটি গুরুত্ব লিখ ?
উত্তরঃ- আধুনিক যোগাযোগ ব্যাবস্থার মাধ্যম হিসাবে Short Message Service বা SMS য়ের গুরুত্ব গুলি নিম্নরূপ -ক) অতিসহজে ও দ্রুত এক মোবাইল থেকে এক বা একাধিক মোবাইলে সংক্ষিপ্ত আকারে তথ্য প্রেরন করা । 
খ) এই পরিষেবা গ্রহনের খরচ খুব কম । 
গ) যে কোন সময় তথ্য প্রদান ও গ্রহন করা যায় । প্রভৃতি । 
7.প্রশ্নঃ-  ধূসর বর্ণালী চিত্র ও বহু বর্ণালী চিত্রের তুলনা কর?
উত্তরঃ-
8.প্রশ্নঃ-  বর্জ্য ব্যবস্থাপনায় 3R য়ের ভূমিকা লিখ ?
উত্তরঃ- পরিবেশের স্বাভাবিক ও সুস্থতা বজায় রাখতে বর্জ্য ব্যবস্থাপনা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় । বর্জ্য ব্যবস্থাপনায় 3R বা  Reduce (বর্জ্যের পরিমাণ হ্রাস), Reuse (পুনর্ব্যবহার), এবং  Recycle(পুনর্নবীকরণ)  য়ের ভূমিকা নিম্নরূপ - a) Reduce (বর্জ্যের পরিমাণ হ্রাস):- বর্জ্য ব্যবস্থাপনার মূল লক্ষ্য হল কম বর্জ্য উৎপাদন করা । b) Reuse (পুনর্ব্যবহার):- পরিত্যক্ত উপাদান গুলি অন্য কোন কাজে পূনরায় ব্যবহার করে বর্জ্যের পরিমাণ হ্রাস করা । c) Recycle(পুনর্নবীকরণ) :- পরিত্যক্ত উপাদান গুলি শোধন ও প্রক্রিয়াকরন করে পূনরায় ব্যবহার করে বর্জ্যের পরিমাণ হ্রাস করা ।
9.প্রশ্নঃ-  Agro - Forestry বলতে কী বোঝ ?
উত্তরঃ- কোন কৃষিকাজে বৈচিত্র্যপূর্ণ ও লাভজনক উৎপাদনের লক্ষে কৃষি জমির সর্বাত্মক ব্যবহার করে শস্য ও পশু খাদ্য উৎপাদনের পাশাপাশি বৃক্ষ ও গুল্ম জাতীয় বৃক্ষ রোপণ করা হলে তাকেই বলা হয় Agro - Forestry
10.প্রশ্নঃ- আউট - সোরসিং কী ?
উত্তরঃ- ইন্টারনেটের মাধ্যমে যখন কোন দেশের যে কোন ব্যক্তি বা কোম্পানী তাদের কোন কাজ অন্য দেশের কোন ব্যক্তি বা কোম্পানীকে দিয়ে করিয়ে নেয় , তাকেই বলে Out Sourcing .
Source1, Source2
11.প্রশ্নঃ- মানব - জমি অনুপাত (Man - Land Ratio) কী ?
উত্তরঃ- কোন অঞ্চলের মোট জনসংখ্যাকে ঐ অঞ্চলের মোট কার্যকর জমির পরিমাণ দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় তাকেই বলা হয় মানব - জমি অনুপাত । মানুষ-জমি অনুপাত = (মোট জনসংখ্যা / মোট কার্যকর জমি) । এটি কোন অঞ্চলের সম্পদের প্রাচুর্য ও স্বল্পতার সূচক ।
12.প্রশ্নঃ-  র‍্যাভাইন কী ?
উত্তরঃ- গভীর ঢাল বিশিষ্ট সংকীর্ন নদী উপত্যকা ।  
13.প্রশ্নঃ- দৃশ্যমান তরঙ্গ কী?
উত্তরঃ- মানুষের চোখ  ৩৮০ থেকে ৭৫০ ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের  আলোক বর্ণালি চিহ্নিত করতে পারে বলে একে দৃশ্যমান তরঙ্গ বলা হয় ।