Search by Your given Geography questions or by Your Name.
(তোমার নাম অথবা ভূগোলের প্রশ্ন লিখে উত্তর খুঁজে নাও)

Search This Blog

Thursday, July 12, 2018

#MyGeoHelp -9. #Rayhan Alam - X - 2018

dt:- 12/07/2018
১) ভারতের কোন ধরনের উদ্ভিদকে শোলা বলে ?
ভারতে এসিসিনোমিন অ্যাসপেরা জাতীয় উদ্ভিদকে শোলা বলে । 
Aeschynomene aspera is a species of flowering plant in the family Fabaceae. It is also known by the names Sola, Shola(Bengali শোলা) Sola pith plant, Pith plant, Laugauni (Hindi)[1] or Netti (Tamil) .[2] Pith of low density from this plant is used to make hats known as pith helmets or sola topis.

২) ভারতের প্রথম বিমান পরিসেবা কোন দুটি স্থানের মধ্যে চালু হয় ?

৩) আরব সাগরের রানী বলা হয় কোন বন্দরকে ?
কোচিন বন্দরকে 

৪) ভারতের দীর্ঘতম রেলপথ কোনটি ?
ডীব্রুগড় - কন্যাকুমারি , বিভেক এক্সপ্রেস , ৪২৮২ কিমি. 

৫) রেটুন পদ্ধতি কি ? এই পদ্ধতিতে কোন ফসলের চাষ করা হয় ?
প্রথমবার আখ গাছ ফসল হিসাবে কাটার পর আখের গোড়া থেকে যে চারা জন্মায় তাকে রেটুন বলে। ভারতে আখ রেটুন হিসাবে উৎপাদন করা হয় , এতে উৎপাদন খরচ ও সময় উভয়ই কম লাগে । 
৬) নদী সংক্রান্ত আলোচনাকে কি বলে ?

*************************************