Search by Your given Geography questions or by Your Name.
(তোমার নাম অথবা ভূগোলের প্রশ্ন লিখে উত্তর খুঁজে নাও)

Search This Blog

Thursday, July 19, 2018

#MyGeoHelp -15. #Saharukh Hossain - X - 2018

Dt:- 19/07/2018
মৌলিক - ৩০৪ (২০১৭)
১) কোন শহরকে "Tech City" বলা হয় ? 
উত্তরঃ- পুনে
২) ভারতীয় সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
 উত্তরঃ দেরাদুন । 
৩) ভারতে কোন পদ্ধতিতে আখ চাষ হয় ?
উত্তরঃ- রেটুন
৪) কোন ফসলকে তৃষ্ণার্ত ফসল বলা হয় ?
উত্তরঃ- ধান চাষের জন্য পর্যাপ্ত জলের প্রয়োজন বলে একে তৃষ্ণার্ত ফসল বলা হয় । 





৫) পশ্চিম বঙ্গের কোথায় রেজিন প্রকল্প গড়ে উঠেছে ?
Source:- WIKI
উত্তরঃ- হলদিয়ায় । 
৬) বোকারো স্টিলপ্ল্যাণ্ট কোন দেশের সহযোগীতায়  গড়ে ওঠে ?
উত্তরঃ- সোভিয়েত ইউনিয়ন । 
৭) ভারতের প্রথম রাষ্ট্রীয় ও ইন্ট্রিগ্রেটেড স্টিল প্ল্যান্ট কোনটি ?
উত্তরঃ-রৌরকেল্লা স্টিল প্ল্যান্ট । 
৮) দৈতারী শিল্পকারখানা কোথায় অবস্থিত ?
উত্তরঃ- ভিলাই স্টিল প্ল্যান্ট ।  , Source1, Source2 , Source3
৯) শিল্প স্থানীকতার নূন্যতম ব্যয় তত্ত্বটির ধরনা কে দেন ?
উত্তরঃ- আলফ্রেড ওয়েবার 
১০)ফ্যাদম দ্বারা সমুদ্রের কী মাপা হয় ?
উত্তরঃ- গভীরতা ।