প্রশ্নঃ- শিকড় আলগা শিল্প কী ?
উত্তরঃ- যে সকল শিল্পে ব্যবহৃত কাঁচামাল ও উৎপাদিত পন্যের ওজনের কোন পরিবর্তন হয় না সেই শিল্প গুলি কাঁচামালের উৎস , বাজার বা মাঝামাঝি অন্য যে কোনো স্থানে স্থাপন করা যায় বলে এগুলিকে শিকড় আলগা শিল্প বলে । যেমন কার্পাস বয়ন শিল্প ।