Search by Your given Geography questions or by Your Name.
(তোমার নাম অথবা ভূগোলের প্রশ্ন লিখে উত্তর খুঁজে নাও)

Search This Blog

Wednesday, January 23, 2019

#MyGeoHelp -35. #Mahafuja Khatun - 22/01/2019

wiki
1.প্রশ্নঃ- লোহাচড়া দ্বীপটি কোন দেশে অবস্থিত ?
উত্তরঃ- ভারত । 
2.প্রশ্নঃ- ভারতের অরন্য গবেষণাগারটি কোথায় অবস্থিত ?
উত্তরঃ- দেরাদুন । 
3.প্রশ্নঃ- কোন দেশকে "The land of fiords" বলা হয় ?
উত্তরঃ- নরওয়ে । 
4.প্রশ্নঃ- কোন মহাসাগরে এল নিনো ও লা নিনোর প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরঃ- প্রশান্ত মহাসাগর । 

5.প্রশ্নঃ- Central Rice Research Institute কোথায় অবস্থিত ?
উত্তরঃ- কটক ।  
6.প্রশ্নঃ- কচ্ছ উপদ্বীপের লবণাক্ত জলাভূমির নাম কী ?
উত্তরঃ- রান / রন  । 
wiki 

7.প্রশ্নঃ-পৃথিবীর বৃহত্তম অপসারন গর্ত কী ?

উত্তরঃ- মিশরের কাতারা (Qattara) .
8.প্রশ্নঃ- ভারতের একটি পার্বত্য হিমবাহের নাম লিখ ?
উত্তরঃ- সিয়াচেন ।
9.প্রশ্নঃ- নেভে ও ফার্ন কী ?
উত্তরঃ- হালকা পেঁজা তুলোর মতো সদ্য পতিত তুষারকে বলা হয় নেভে । আর নেভের উপরে পুনরায় তুষার পাতের ফলে নীচের তুষারের দৃঢ়তা ও ঘনত্ব বৃদ্ধি পেলে তাকে ফার্ন বলে । 
10.প্রশ্নঃ- শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কী বলে?
উত্তরঃ- ক্যানিয়ন ।
11.প্রশ্নঃ- আফ্রিকার মরুভূমিতে প্লায়া হ্রদকে কী বলে ?
উত্তরঃ- শটস ।
12.প্রশ্নঃ- কারেওয়া মৃত্তিকা কোথায় দেখা যায় ?
উত্তরঃ- কাশ্মীর উপত্যকায় । 
 13.প্রশ্নঃ- ইতালির তাইবার বদ্বীপ কী প্রকৃতির ব-দ্বীপের উদাহরণ ?
উত্তরঃ- কাসপেট বদ্বীপ (Cuspate Delta)
14.প্রশ্নঃ- বিশ্বের দ্রুততম সমুদ্র স্রোত কোনটি ?
উত্তরঃ- ফ্লোরিডা স্রোত ( উপসাগরীয় স্রোত ) এবং আগুলহাস স্রোত । সমুদ্রস্রোতের প্রবাহ মাত্রা পরিমাপের একক হল Sv , এক Sv = 1 million m3/s . 
15.প্রশ্নঃ- ট্রাক ফারমিং( Turck farming ) কী ?
উত্তরঃ- মূলত ট্রাকে করে বহন করে দূরবর্তী বাজারে বিক্রির উদ্দেশ্যে এক বা একাধিক শস্য ও শাক - সবজি অত্যধিক পরিমাণে চাষবাস করা কেই বলা হয় ট্রাক ফারমিং । প্রথম দিকে এই ধরনের চাষ স্থানীয় বাজার ভিত্তিক ছিল । ব্রিটেন , ডেনমার্ক , বেলজিয়াম , জার্মানি , নেদারল্যান্ড এবং উত্তর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে এই প্রকার চাষের প্রচলন আছে ।এই পদ্ধতিতে উৎপাদিত ফসল গুলি যেমন - টমেটো, লেটুস, বাগ, বীট, ব্রোকলি, সেলেরি, মুদি, পেঁয়াজ, বাঁধাকপি, স্ট্রবেরি প্রভৃতি । 
16.প্রশ্নঃ- ভারতের গোলাপী ও কমলালেবুর শহরের নাম কী ?
উত্তরঃ- গোলাপী শহর -  জয়পুর ,কমলালেবুর শহর-  নাগপুর
17.প্রশ্নঃ- সদ্য পতিত হালকা পেঁজা তুলোর মতো তুষারকে কী বলে ?
উত্তরঃ- নেভে ।
18.প্রশ্নঃ- CAZRKI এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ- যোধপুর । 
19.প্রশ্নঃ- সু -স্থায়ী উন্নয়ন কাকে বলে ?
উত্তরঃ- পরবর্তী প্রজন্মের চাহিদার কথা মাথায় রেখে বর্তমান প্রজন্মের চাহিদা পূরন করার বিষয়ই সু-স্থায়ী উন্নয়ন নামে পরিচিত । 
20.প্রশ্নঃ- পৃথিবীর একটি অদৃশ্য দ্বীপ হল কী ? / একটি ভ্যানিশিং আইল্যান্ডের উদাহরন দাও ?
উত্তরঃ- লোহাচড়া দ্বীপ , ঘোড়ামারা দ্বীপ
21.প্রশ্নঃ- জোয়ার-ভাটার প্রত্যেকের স্থায়ীত্ব কাল প্রায় কত ?
উত্তরঃ- ৬ ঘন্টা । 
22.প্রশ্নঃ- দূর সংবেদন প্রক্রিয়ায় কিসের ব্যবহার বেশি ?
উত্তরঃ- প্রযুক্তির । 
23.প্রশ্নঃ- পৃথিবীর বিভিন্ন স্থানের সঠিক অবস্থান নির্ণয়ের জন্য ভারতে কোন উপগ্রহ ব্যবহার করা হয় ?
উত্তরঃ- IRNSS (Indian Regional Navigation Satellite System)
24.প্রশ্নঃ- নদীর জলবিভাজিকা লাভ বলতে কী বোঝায় ?
উত্তরঃ-
25.প্রশ্নঃ- আন্না বিমান বন্দরটি কোথায় অবস্থিত ?
উত্তরঃ- চেন্নাই । 
26.প্রশ্নঃ- পৃথিবী ও চাঁদের আকর্ষণ সূর্য অপেক্ষা কত গুন বেশি ?
উত্তরঃ- চাঁদের আকর্ষণ মান সূর্যের থেকে ২.২ গুণ বেশি । পৃথিবীতে চাঁদের আকর্ষণেই মূলত জোয়ারের সৃষ্টি হয়। কারণ চন্দ্র অপেক্ষা সূর্যের ভর বেশি হলেও অধিক দূরত্বের কারণে চাঁদের আকর্ষণ মান সূর্যের থেকে বেশি প্রাপ্ত হয়। 
27.প্রশ্নঃ- ভারতে প্রথম  সুতো কল গড়ে ওঠে হাওড়া জেলার কোথায় ?
উত্তরঃ- ঘুসুরি ......।।
28.প্রশ্নঃ- মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত শৃঙ্গকে কী বলে ?
উত্তরঃ- নুনাটক । 
29.প্রশ্নঃ- হিমবাহ দ্বারা বাহিত বৃহৎ ভিনদেশীয় প্রস্তরখন্ডকে কী বলে ?
উত্তরঃ-
30.প্রশ্নঃ- গোমতী নদীর তীরে অবস্থিত একটি শহর হল কী ?
উত্তরঃ- জৈনপুর, লক্ষ্ণৌ . 
31.প্রশ্নঃ- মারুতি উদ্যোগ লিমিটেড হরিয়ানা গুরগাওয়ে অবস্থিত । ( শুদ্ধ/ অশুদ্ধ)
উত্তরঃ- শুদ্ধ । 
32.প্রশ্নঃ- কৃষি ...প্রাথমিক শ্রেনীর... পেশা ।
উত্তরঃ- প্রাথমিক শ্রেনীর । 
33.প্রশ্নঃ- কে চলমান মহাদেশ তত্ত্ব প্রবর্তন করেন ?
উত্তরঃ- বিজ্ঞানী ওয়েগনার । 
34.প্রশ্নঃ- ভারতের বৃহত্তম মহানগরীটি হল .......দিল্লী....।(২০১৮ সাল )
উত্তরঃ- দিল্লী 
35.প্রশ্নঃ- একটি কৃত্রিম পোতাশ্রয়ের উদাহরন দাও ?
উত্তরঃ- কলকাতা বন্দর , পারাদ্বীপ বন্দর ,  চেন্নাই বন্দর , নিউ ম্যাঙ্গালোর বন্দর .
36.প্রশ্নঃ- প্রশান্ত মহাসাগরীয় বর্জ্য কী?
উত্তরঃ- প্রশান্ত মহাসাগরীয় সামুদ্রিক অবক্ষেপ । 
37.প্রশ্নঃ- প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে থাকে ....উচ্চচাপ....।
উত্তরঃ- উচ্চচাপ । 
38.প্রশ্নঃ- পর্যায়ন ধারনার প্রবক্তা কে ?
উত্তরঃ- G.K. Gilbert .
39.প্রশ্নঃ- PSLV কী ?
উত্তরঃ- Polar Satellite Launch Vehicle .
40.প্রশ্নঃ- ব্রডগেজে দুই লাইনের মধ্যে দূরত্ব কত ?
উত্তরঃ-  ৫ ফুট ৬ ইঞ্চি ।  
41.প্রশ্নঃ- SAIL এর পুরো নাম কী ?
উত্তরঃ-Steel Authority of India Limited 
42.প্রশ্নঃ- মৌজা কী ?
উত্তরঃ- ক্ষুদ্রতম প্রশাসনিক অঞ্চল । 
43.প্রশ্নঃ- প্যাসিভ গারবেজ কী ?
উত্তরঃ- প্রশান্ত মহাসাগরীয় সামুদ্রিক আবর্জনার অবক্ষেপ ।
44.প্রশ্নঃ- ....খালের মাধ্যমে.... জলসেচ পদ্ধতি সাধারনত উত্তর ভারতে ব্যবহৃত হয় ।
উত্তরঃ- খালের মাধ্যমে (Subrata Das, T.N.N.M High School) . 
45.প্রশ্নঃ- G.I.S. কী ?
উত্তরঃ- Geographical Information System . 
46.প্রশ্নঃ- SOI এর পুরো নাম কী ?
উত্তরঃ- Survey of India
47.প্রশ্নঃ- গ্রেট গ্রীন ওয়াল কী ?
উত্তরঃ- সাহারা মরুভূমির সম্প্রসারণ রোধ করতে যে বনভুমি গড়ে তোলা হয়েছে সেটি গ্রিন ওয়াল নামে পরিচিত । 
48.প্রশ্নঃ- ভারতের দুটি আগ্নেয়গিরির নাম কী ?
উত্তরঃ- নারকোনডাম , ব্যারেন । 
49.প্রশ্নঃ- G.A.P. কী ? এর উদ্দেশ্য কী?
উত্তরঃ- GAP এর পুরো নাম Ganga Action Plan  । মূলত গঙ্গা নদীকে দূষন মুক্ত করতে ১৯৮৬ সালে ''গঙ্গা অ্যাকশান প্ল্যান'' প্রকল্পটি প্রথম শুরু করা হয় এবং ১৯৯৫ সালে এর দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয় । 
উদ্দেশ্য ঃ- গঙ্গা অ্যাকশন প্ল্যানের উদ্দেশ্য গুলি নিম্নরূপ - ১) গঙ্গা নদীর পাশাপাশি গড়ে ওঠা শহরগুলির পয়ঃপ্রণালীর  জল পরিশোধন করে গঙ্গায় ফেলার ব্যবস্থা করা । ২) দূষিত জল যাতে সরাসরি গঙ্গায় না পড়ে, তার জন্য গভীর নজরদারির ব্যবস্থা গ্রহন করা । ৩) গঙ্গা নদীর জলপ্রবাহ যাতে সারাবছর বজায় থাকে তার ব্যবস্থা করা হয়েছে । ৪) গঙ্গা নদীর তীরে যে কোনো ইটভাটা জাতীয় কারখানা যাতে গড়ে উঠতে না পারে সে বিষয়ে নজর রাখা হচ্ছে । ৫) গঙ্গার পাড়ে অবস্থিত কারখানা গুলি যাতে নোংরা জল ও বর্জ্য নদীতে না ফেলে তার জন্য সজাগ নজরদারির ব্যবস্থা করা হয়েছে । 
50.প্রশ্নঃ- কোন মাটির স্থানীয় নাম মোরাম ?
উত্তরঃ- ল্যাটেরাইট .
51.প্রশ্নঃ- 73A/15  কোন স্কেলের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের উদাহরন ?
উত্তরঃ- ১ঃ৫০০০০ . 
52.প্রশ্নঃ- বিউফোর্ট স্কেল কী ?
উত্তরঃ- বায়ুর শক্তিমাত্রা নির্নায়ক স্কেল .

53.প্রশ্নঃ- অলাকানন্দা কিসের মিলিত প্রবাহ ?
উত্তরঃ-

54.প্রশ্নঃ- G.P.S. কী ?
উত্তরঃ- Global Positioning System . 
55.প্রশ্নঃ- 64D সূচক ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের RF কত ?
উত্তরঃ- ১ঃ ২৫০০০০ . 
56.প্রশ্নঃ- র‍্যাভাইন কী ?
উত্তরঃ- গভীর ঢাল বিশিষ্ট সংকীর্ন নদী উপত্যকা ।  
57.প্রশ্নঃ- মৌসুমি শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?
উত্তরঃ- ব্রিটিশ আমলে এই শব্দটিকে প্রথমে ভারতে ইংরেজিতে "মনসুন" হিসাবে ব্যবহার করা হয়।
58.প্রশ্নঃ-মহাকাশে উপগ্রহ গুলি কী ভাবে নির্দিষ্ট অক্ষে ও নির্দিষ্ট স্থানে ভেসে থাকে ?
উত্তরঃ-
প্রশ্নঃ-মানচিত্রে অবস্থান নির্দেশ কর । - কাশ্মীর উপত্যকা , কাথিওয়ার উপদ্বীপ , গীর অরন্য ।
# কাশ্মীর উপত্যকা
Google- # কাথিয়াবাড় উপদ্বীপ অঞ্চলটি সৌরাষ্ট্র নামেও পরিচিত  #গির অরন্য