Search by Your given Geography questions or by Your Name.
(তোমার নাম অথবা ভূগোলের প্রশ্ন লিখে উত্তর খুঁজে নাও)

Search This Blog

Thursday, March 15, 2018

#MyGeoHelp -4. #মাধ্যমিক ২০১৮

তারিখঃ- ১৪/০৩/২০১৮
নতুন পাঠক্রম
বিভাগ -ক
১) বিকল্প গুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখা হল ।(১৪)
১.১) শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় - (ক) ক্যানিয়ন
১.২) পাখির পায়ের মতো আকৃতির ব-দ্বীপ গঠিত হয়েছে - (ঘ) মিসিসিপি-মিসৌরি মোহনায়
১.৩) উল্কাপিন্ড পুড়ে ছাই হয় নিম্নলিখিত স্তরে - (গ) মেসোস্ফিয়ার
১.৪) মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামেও ডাকা হয় - (খ) টুইস্টার
১.৫) শীতল  লাব্রাডর স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘন কুয়াশা ও ঝড় ঝঞ্ঝার সৃষ্টি করে যে উপকূল অঞ্চলে তা হলো - (ক) নিউফাউন্ডল্যান্ড উপকূল
১.৬) মরা কোটালের সময়ে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে - (গ) ৯০ ডিগ্রি
১.৭) নিম্ন লিখিত বর্জ্য পদার্থটি জৈব অভঙ্গুর বর্জ্য - (ক) প্লাস্টিক বর্জ্য
১.৮) নিম্ন লিখিত রাজ্য ভেঙ্গে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয় - (খ) অন্ধ্রপ্রদেশ
১.৯) শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখন্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে, তাকে বলে - (গ) ভাবর
১.১০) ভারতে একটি লবণাক্ত হ্রদের উদাহরন হল- (ক) প্যাংগং হ্রদ
১.১১) ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় নিম্ন লিখিত অঞ্চলে - (খ) পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে
১.১২) গম হল একটি - (ক) রবি শস্য
১.১৩) উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারীকে যুক্ত করার জন্য দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনার নাম দেওয়া হয়েছে - (গ) উত্তর - দক্ষিণ করিডর
১.১৪) ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হল - (ক) IRS .

বিভাগ -খ 
২.১) শুদ্ধ হলে 'শু' অশুদ্ধ হলে 'অ' লেখা হল ।  (৬)
২.১.১) জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয় । -
২.১.২) বায়ুর চাপ ফর্টিন ব্যারোমিটারের সাহায্যে পরিমাপ করা হয় । - শু 
২.১.৩) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় । - অ 
২.১.৪) প্রশান্ত মহাসাগরে সৃষ্ট এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে খরার সৃষ্টি হয় । - অ 
২.১.৫) বিহার ও ছত্তিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখা যায় । অ 
২.১.৬) পেট্রোরসায়ন শিল্পকে 'আধুনিক শিল্প দানব' আখ্যা দেওয়া হয় । শু
২.১.৭) মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হল 'প্ল্যাটফর্ম' । শু 
২.২) শূন্যস্থান পূরন করা হল । (৬) 
২.২.১) ....মিয়েন্ড্রস (Maiandros)....নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক 'মিয়েন্ডার' নামে পরিচিত ।
২.২.২) হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটল গুলিকে ......ক্রেভাস..... বলে । 
২.২.৩) বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ......বৈপরীত্য উত্তাপ... বলে । 
২.২.৪) ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে, একে ...... বানডাকা ...... বলে । 
২.২.৫) যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল , মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে ...জৈব ভঙ্গুর বর্জ্য ... বলে । 
২.২.৬) ... শিলং ... মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ । 
২.২.৭) ২০১১ খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতে সাক্ষরতার হার ...৭৪.০৪ ... শতাংশ । 
২.৩) একটি বা দুটি শব্দে উত্তর দেওয়া হল । (৬) 
২.৩.১) সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত ? 
উত্তরঃ আর্গ
২.৩.২) বায়ুমণ্ডলের কোন স্তরে জেটবিমান যাতায়াত করে ?
উত্তরঃ স্ট্র্যাটোস্ফিয়ার । 
২.৩.৩) সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি ?
উত্তরঃ  প্ল্যাঙ্কটন । 
২.৩.৪) একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লিখ ?
উত্তরঃ থোরিয়াম / ইউরেনিয়াম
২.৩.৫) দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি ?
উত্তরঃ গোদাবরী
২.৩.৬) ভারতের কোন অরন্যে সিংহ পাওয়া যায় ?
উত্তরঃ  গুজরাতের গির অরন্য । 
২.৩.৭) ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো ।
উত্তরঃ দামোদর উপত্যকা পরিকল্পনা (DVC)
২.৩.৮) কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয় । 
উত্তরঃ ভূবৈচিত্র্যসূচক মানচিত্র । 
 ২.৪) বামদিকের সাথে ডানদিক মিলিয়ে লেখা হল ।(৪)
               বামদিক                                   ডানদিক 

২.৪.১) তাল ---------------------------- ৩) পশ্চিম হিমালয়ের হ্রদ । 
২.৪.২) ঝুম চাষ ................................৪) মৃত্তিকা ক্ষয় । 
২.৪.৩) চিকমাগালুর ........................ ১) কফি গবেষণা কেন্দ্র । 
২.৪.৪) বারাণসী ............................... ২) ডিজেল রেল ইঞ্জিন ।