Search by Your given Geography questions or by Your Name.
(তোমার নাম অথবা ভূগোলের প্রশ্ন লিখে উত্তর খুঁজে নাও)

Search This Blog

Wednesday, January 23, 2019

#MyGeoHelp -36. #Sanchita Sarkar - 18/01/2019

1.প্রশ্নঃ- SOI প্রকাশিত সর্বশেষ টোপোমানচিত্রের R.F. স্কেল হল কত ?
উত্তরঃ- ১ঃ৫০০০০ .
2.প্রশ্নঃ- খোয়াই বেশি দেখা যায় কোন মৃত্তিকায় ?
উত্তরঃ- ল্যাটেরাইট । 
3.প্রশ্নঃ- আধুনিক শিল্প দানব নামে পরিচিত শিল্পটি কী ?
উত্তরঃ- পেট্রোরসায়ন শিল্প , ভারতের একটি আধুনিক শিল্প হল - তথ্যপ্রযুক্তি শিল্প , সব শিল্পের মূল বলা হয় - লৌহ-ইস্পাত শিল্প কে  । 
4.প্রশ্নঃ- গোমতী নদীর তীরে অবস্থিত একটি শহর হল কী ?
উত্তরঃ- লখনঊ / লক্ষ্ণৌ । 
5.প্রশ্নঃ- টোপো ম্যাপের উচ্চতা দেখাতে কোন রেখা ব্যবহার করা হয় ?
উত্তরঃ- বাদামী রংয়ের সমোন্নতি রেখা । 
উইকি 

6.প্রশ্নঃ- কোন নদীতে পাঞ্চেত বাঁধ অবস্থিত ?
উত্তরঃ- দামোদর নদীতে । 
7.প্রশ্নঃ- ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরন্য কোনটি ?
উত্তরঃ- ভিতরকণিকা। 
8.প্রশ্নঃ- বর্তমানে ভারতের কয়টি শহরে মেট্রোরেল আছে ?
উত্তরঃ- ৭ টি । 
9.প্রশ্নঃ- সমুদ্র তরঙ্গের উচ্চতা কী?
উত্তরঃ-  সমুদ্র তরঙ্গের শীর্ষ ও খাতের মধ্যবর্তী উল্লম্ব দূরত্বকে সমুদ্র তরঙ্গের উচ্চতা বলে ।  
উইকি



10.প্রশ্নঃ- বর্ষাকালে বৃষ্টিপাতে ১০ দিনের বেশি বিরতি ঘটলে তাকে কী বলে ?
উত্তরঃ- মৌসুমী ছেদ ৷
11.প্রশ্নঃ- ......চেন্নাই.....শহরকে ভারতের সবুজ নগর বলে ।
উত্তরঃ-
12.প্রশ্নঃ- হিমবাহে জিহ্বার মতো আকৃতিকে কী বলে ?
উত্তরঃ- স্নাউট ।  
13.প্রশ্নঃ- কোন পেট্রোরসায়ন সামগ্রী কার্পাস বস্তুর বিকল্প ?
উত্তরঃ- সিন্থেটিক ফাইবার ।
14.প্রশ্নঃ- INSAT কথাটির পুরো নাম কী ?
উত্তরঃ-  Indian National Satellite System
15.প্রশ্নঃ- সমুদ্রে জলের যত শতাংশ উষ্ণ স্রোত রুপে প্রবাহিত হয় - ২০%, ৯০%, ২৫%, ১০% ।
উত্তরঃ- 
16.প্রশ্নঃ- ভারতের কোন প্রতিবেশী  দেশের সীমারেখা সবচেয়ে বেশি - চীন/পাকিস্থান/নেপাল/বাংলাদেশ ।
উত্তরঃ- বাংলাদেশ । 
17.প্রশ্নঃ- ভিলাই লৌহ ইস্পাত যে দেশের সহায়তায় গড়ে উঠেছে তা হল - ব্রিটেন / জাপান/ সোভিয়েত রাশিয়া / জার্মানি ।
উত্তরঃ- সোভিয়েত রাশিয়া । 
18.প্রশ্নঃ- উৎস অঞ্চলে নদী অববাহিকার অংশকে কী বলে?
উত্তরঃ- ধারন অববাহিকা (Catchment Basin)। 
19.প্রশ্নঃ- ছত্তিশগড়ের দক্ষিণের অংশ হল - দন্ডকারন্য / গড়জাত পাহাড়/ বাঘেল খন্ড / রেওয়া মালভূমি ।
উত্তরঃ- দন্ডকারন্য (Subrata Das, T.N.N.M High School , 01/02/2019
20.প্রশ্নঃ- নালিক্ষয় কোন প্রকার মৃত্তিকা ক্ষয় সৃষ্টি করে ?
উত্তরঃ-
21.প্রশ্নঃ- শিল্পকার্য  যে স্তরের অর্থনৈতিক কাজ তা হল - প্রথম / দ্বিতীয় / তৃতীয় / চতুর্থ ।
উত্তরঃ- দ্বিতীয় । 
22.প্রশ্নঃ- কোন বায়ু "The Doctor" নামে পরিচিত ।
উত্তরঃ- হারমাট্টান  ।
23.প্রশ্নঃ- ভারতের সবচেয়ে বড় তথ্য প্রযুক্তি কোম্পানী হল - টি.সি.এস,/ উইপ্রো/ ইনফোসিস/ কগনিজেন্ট ।
উত্তরঃ- টি.সি.এস (Tata Consultancy Services)
24.প্রশ্নঃ- উচ্চতা বৃদ্ধি পেলে তাপমাত্রা ৬.৪ ডিগ্রি সেলসিয়াস প্রতি কিমিতে কমতে থাকে একে বলে - NLR / SALR / DALA .
উত্তরঃ- NLR (Normal Lapse Rate ) .  
25.প্রশ্নঃ- NEFR  এর সদর দপ্তর কোনটি ?
উত্তরঃ- Northeast Frontier Railway zone য়ের সদর দপ্তর গুয়াহাটির মালিগাওঁ য়ে অবস্থিত । 
26.প্রশ্নঃ- পেরিজির সাথে সিজিগির মিলনকে কী বলে ?
উত্তরঃ-
27.প্রশ্নঃ-সংযোজন কারী শিল্প বলা হয়  যে শিল্পকে তা হল - লৌহ ইস্পাত শিল্প / পেট্রো রসায়ন শিল্প / অটো মোবাইল / তথ্য প্রযুক্তি শিল্প ।
উত্তরঃ- অটো মোবাইল / মোটর গাড়ি নির্মাণ শিল্প ।