Search by Your given Geography questions or by Your Name.
(তোমার নাম অথবা ভূগোলের প্রশ্ন লিখে উত্তর খুঁজে নাও)

Search This Blog

Sunday, March 25, 2018

#MyGeoHelp -6. #Sayani Paul - X - 2018

23/03/2018
এস্কার

১) হিমবাহ ক্ষয় কাজ বেশি করে __উৎপাটন__ প্রক্রিয়ায় ।
২) বায়ুর সঞ্চয়কাজের প্রধান ভূমিরুপ হল _বালিয়াড়ি_ ।
৩) নদী যে পরিমাণ বস্তু বহন করে তাকে বলে __নদীর ভার/বোঝা__।
৪) গ্রাবরেখায় তৈরি আঁকাবাঁকা সংকীর্ণ উচ্চভূমিকে বলে _____এস্কার(Esker)____ ।
৫) ___বাগনল্ড___ বালিয়াড়ির শ্রেনী বিভাগ করেছেন ।

৬) পৃথিবীর গভীরতম গিরিখাতটি ______কালি গণ্ডক_______ নদীতে অবস্থিত । ( কলরাডো / ইউকন / কল্কা / ফ্রেজার নদীতে )  

৭) সাহারা মরুভূমির অন্তর্গত প্লায়া হ্রদ গুলিকে বলা হয় _শটস__ । 
৮) ইয়ারদাং ক্ষয় হয়ে তীক্ষ্ণ আকার নিলে তাকে __নিডিল__ বলে।
৯) পৃথিবীর বৃহত্তম নদী গঠিত দ্বীপ ____মাজুলী___
১০) নিউমুর দ্বীপটি ___হারিয়াভাঙ্গা___নদী মোহনায় অবস্থিত ।
১১) নদী বাহিত নুড়ি গুলি গোলাকৃতি হয় ___ঘর্ষণ___ ক্ষয়ের দ্বারা । (ঘর্ষণ /অবঘর্ষ/ জলপ্রবাহ ক্ষয় দ্বারা ) 
১২) পৃথিবীর সর্বাধিক জলবহনকারী জলপ্রপাত ____বোয়োমা জলপ্রপাত___ ।
++++++++++++++++++++++


১৩) কোন প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের কম দৈর্ঘ্যের আন্তর্জাতিক সীমারেখা রয়েছে ?
Ans:- আফগানিস্তান (১০৬ কিমি) । 

১৪) ভারতের মোট সীমান্তরেখার দৈর্ঘ্য কত ?
Ans:- স্থল সীমার দৈর্ঘ্য ১৫,১০৬.৭ কিমি আর উপকূলীয় সীমার দৈর্ঘ্য ৭৫১৬.৬ কিমি ।
১৫) সর্বাপেক্ষা জনবহুল কেন্দ্রশাসিত রাজ্যের নাম কি ?
Ans:- দিল্লি ( ২০১১ সালের জনগণনা অনুযায়ী ১.৮৯ কোটি জনসংখ্যা
১৬) প্রধানত ভাষা ভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় সালে ?
Ans:- ১৯৫৩ সালে 
  ১৯৪৭/১৯৫০/১৯৫৬/১৯৬০ সালে 
১৭) নারী ও পুরুষের অনুপাত সবচেয়ে কম কোন রাজ্যে ?
Ans:- রাজ্য - হরিয়ানা ( ৮৬১), কেন্দ্রশাসিত অঞ্চল - দমন ও দিউ ( ৭১০)  ---- ২০০১ সাল
++++++++++++++++++++++ 

Thursday, March 22, 2018

#MyGeoHelp -5. #Azhar Manzis - X - 2018

#22/03/2018

Q. What is the temperature of sun's core ?
Ans:-  27 million degrees Fahrenheit (15 million degrees Celsius)

প্রশ্ন ঃ- সূর্যের কেন্দ্রের উষ্ণতা কত ?
উত্তর- ২7 মিলিয়ন ডিগ্রি ফারেনহাইট (15 মিলিয়ন ডিগ্রী সেলসিয়াস)


# 28/06/2018 
1)The tropic of cancer does not pass through which of these Indian states ?
A) Madhya Pradesh B) West Bengal
C) Rajasthan D) Odisha

2)Which foreign country is closest to Andaman Islands
A) Sri Lanka B) Indonesia
C) Myanmar D) Pakistan

3)Which river of India is called Vridha Ganga?
A) Krishna B) Godavari
C) Kaveri D) Narmada

4)Which of the following is a Trans- Himalayan river?
A) Ganga B) Yamuna
C) Indus D) Ravi

5) Which country has the lowest people per square mile?
A.Namibia B.Australia C.Guyana
Data Source:- https://en.wikipedia.org/wiki/List_of_countries_and_dependencies_by_population_density

#15/07/2018
6) ভারতের বৃহত্তম সমভূমির নাম কী?
উত্তর:- সিন্ধু গঙ্গা ব্রক্ষ্মপুত্রের সমভূমি ৷

Thursday, March 15, 2018

#MyGeoHelp -4. #মাধ্যমিক ২০১৮

তারিখঃ- ১৪/০৩/২০১৮
নতুন পাঠক্রম
বিভাগ -ক
১) বিকল্প গুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখা হল ।(১৪)
১.১) শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় - (ক) ক্যানিয়ন
১.২) পাখির পায়ের মতো আকৃতির ব-দ্বীপ গঠিত হয়েছে - (ঘ) মিসিসিপি-মিসৌরি মোহনায়
১.৩) উল্কাপিন্ড পুড়ে ছাই হয় নিম্নলিখিত স্তরে - (গ) মেসোস্ফিয়ার
১.৪) মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামেও ডাকা হয় - (খ) টুইস্টার
১.৫) শীতল  লাব্রাডর স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘন কুয়াশা ও ঝড় ঝঞ্ঝার সৃষ্টি করে যে উপকূল অঞ্চলে তা হলো - (ক) নিউফাউন্ডল্যান্ড উপকূল
১.৬) মরা কোটালের সময়ে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে - (গ) ৯০ ডিগ্রি
১.৭) নিম্ন লিখিত বর্জ্য পদার্থটি জৈব অভঙ্গুর বর্জ্য - (ক) প্লাস্টিক বর্জ্য
১.৮) নিম্ন লিখিত রাজ্য ভেঙ্গে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয় - (খ) অন্ধ্রপ্রদেশ
১.৯) শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখন্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে, তাকে বলে - (গ) ভাবর
১.১০) ভারতে একটি লবণাক্ত হ্রদের উদাহরন হল- (ক) প্যাংগং হ্রদ
১.১১) ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় নিম্ন লিখিত অঞ্চলে - (খ) পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে
১.১২) গম হল একটি - (ক) রবি শস্য
১.১৩) উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারীকে যুক্ত করার জন্য দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনার নাম দেওয়া হয়েছে - (গ) উত্তর - দক্ষিণ করিডর
১.১৪) ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হল - (ক) IRS .

বিভাগ -খ 
২.১) শুদ্ধ হলে 'শু' অশুদ্ধ হলে 'অ' লেখা হল ।  (৬)
২.১.১) জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয় । -
২.১.২) বায়ুর চাপ ফর্টিন ব্যারোমিটারের সাহায্যে পরিমাপ করা হয় । - শু 
২.১.৩) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় । - অ 
২.১.৪) প্রশান্ত মহাসাগরে সৃষ্ট এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে খরার সৃষ্টি হয় । - অ 
২.১.৫) বিহার ও ছত্তিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখা যায় । অ 
২.১.৬) পেট্রোরসায়ন শিল্পকে 'আধুনিক শিল্প দানব' আখ্যা দেওয়া হয় । শু
২.১.৭) মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হল 'প্ল্যাটফর্ম' । শু 
২.২) শূন্যস্থান পূরন করা হল । (৬) 
২.২.১) ....মিয়েন্ড্রস (Maiandros)....নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক 'মিয়েন্ডার' নামে পরিচিত ।
২.২.২) হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটল গুলিকে ......ক্রেভাস..... বলে । 
২.২.৩) বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ......বৈপরীত্য উত্তাপ... বলে । 
২.২.৪) ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে, একে ...... বানডাকা ...... বলে । 
২.২.৫) যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল , মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে ...জৈব ভঙ্গুর বর্জ্য ... বলে । 
২.২.৬) ... শিলং ... মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ । 
২.২.৭) ২০১১ খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতে সাক্ষরতার হার ...৭৪.০৪ ... শতাংশ । 
২.৩) একটি বা দুটি শব্দে উত্তর দেওয়া হল । (৬) 
২.৩.১) সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত ? 
উত্তরঃ আর্গ
২.৩.২) বায়ুমণ্ডলের কোন স্তরে জেটবিমান যাতায়াত করে ?
উত্তরঃ স্ট্র্যাটোস্ফিয়ার । 
২.৩.৩) সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি ?
উত্তরঃ  প্ল্যাঙ্কটন । 
২.৩.৪) একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লিখ ?
উত্তরঃ থোরিয়াম / ইউরেনিয়াম
২.৩.৫) দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি ?
উত্তরঃ গোদাবরী
২.৩.৬) ভারতের কোন অরন্যে সিংহ পাওয়া যায় ?
উত্তরঃ  গুজরাতের গির অরন্য । 
২.৩.৭) ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো ।
উত্তরঃ দামোদর উপত্যকা পরিকল্পনা (DVC)
২.৩.৮) কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয় । 
উত্তরঃ ভূবৈচিত্র্যসূচক মানচিত্র । 
 ২.৪) বামদিকের সাথে ডানদিক মিলিয়ে লেখা হল ।(৪)
               বামদিক                                   ডানদিক 

২.৪.১) তাল ---------------------------- ৩) পশ্চিম হিমালয়ের হ্রদ । 
২.৪.২) ঝুম চাষ ................................৪) মৃত্তিকা ক্ষয় । 
২.৪.৩) চিকমাগালুর ........................ ১) কফি গবেষণা কেন্দ্র । 
২.৪.৪) বারাণসী ............................... ২) ডিজেল রেল ইঞ্জিন । 

Sunday, March 4, 2018

#MyGeoHelp -3. #Rafsan Jani Ahmed - X - 2018

# Dt:- 28/02/2018
১) ভ্যানিশিং আইল্যাণ্ড কী ?
উত্তর :- সমুদ্র সংলগ্ন যে নিচু দ্বীপ গুলি  জোয়ারের জলে ডুবে যায় এবং ভাটার সময় পুনরায় বেরিয়ে আসে সেগুলি ভ্যানিশিং আইল্যাণ্ড নামে পরিচিত ৷
2) স্নাউট কী ?
উত্তর :- জিভের মত দেখতে হিমবাহের প্রান্ত ভাগকে বলা হয় স্নাউট ।
3) হ্যালিক্যাল প্রবাহ কী ? অশ্মক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টিতে এর ভূমিকা লিখ ?
হ্যালিক্যাল প্রবাহ 
উত্তর :- নদী বাঁকে যে ঘূর্ণায়মান জলপ্রবাহের দ্বারা নদীর একদিকের পাড় ক্ষয়িত হয়ে খাড়া ঢাল বিশিষ্ট এবং ক্ষয়িত পদার্থ সমূহ অন্য পাড়ে সঞ্চিত হয়ে মৃদু ঢাল বিশিষ্ট হয় , সেটি বলা হয় ঘূর্ণাবর্ত প্রবাহ বা Helical Flow
নদী বাঁক ও অশ্মক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টিতে ঘূর্ণাবর্ত প্রবাহ বা হ্যালিক্যাল প্রবাহের বিশেষ ভূমিকা লক্ষ্য করা যায় । ভৌগলিক লেলিয়াভস্কি'র মতে হ্যালিক্যাল প্রবাহের দ্বারা নদীর এক পাড়ে ক্ষয় আর অন্য পাড়ে সঞ্চয়ের দ্বারাই ধিরে ধিরে নদী বাঁকে অশ্মক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি হয় ।
4) বিক্ষিপ্ত অবস্থায় সৃষ্ট গ্রাবরেখার নাম কী ?
উত্তর :-অবিন্যস্ত গ্রাবরেখা । 
5) টেরিস কী / পলল সোপান কী / নদী মঞ্চ কী   (Terrace / Alluvial Terrace / River Terrace )
উত্তর :- নদী প্রবাহিত অঞ্চল  বা সমুদ্রপৃষ্ঠের উচ্চতার পার্থক্যের কারনে নদী পুনর্যৌবন লাভ করলে পুরাতন উপত্যকায় পূনরায় ক্ষয় মাধ্যমে নদীর নতুন উপত্যকা সৃষ্টি হলে পুরাতন উপত্যকা নদীর নতুন উপত্যকার দুই পাশে মঞ্চের মতো  অবস্থান করায় একে টেরিস / পলল সোপান / নদী মঞ্চ বলে
6) উপলেপন কী / সমাকরণ কী ? ( Accretion )
উত্তর :- কোন বস্তু কণা প্রাকৃতিক প্রক্রিয়ায় একত্রিত হয়ে একটি সমসত্ত্ব বস্তুতে পরিণত হওয়ার ঘটনাকে সমাকরণ বা উপলেপন বলে । বর্তমানে অনেক বিজ্ঞানীরা পৃথিবী সহ অন্যান্য গ্রহ উৎপত্তির কারন সম্পর্কে এই বিষয়টিকে বিশেষ ভাবে আলোকপাত করেছেন ।  আবহবিদরা তুষারকণা একত্রিত হয়ে হিমবাহ হওয়ার প্রক্রিয়াকে সমাকরণ বা উপলেপন বলেন । পাললিক শিলায় স্তরে স্তরে পলি সঞ্চয় হয়ে স্তরায়ন হওয়াকে পলিস্তরের উপলেপন বলা হয় । 
7) র‍্যান্ড ক্লুফট কী ( Randkluft ) ?
উত্তর :- হিমবাহের শীর্ষ দেশে পর্বত গাত্র ও হিমবাহ সংলগ্ন স্থানের ফাটলকে বলা হয়  র‍্যান্ড ক্লুফট । 
Source : https://en.wikipedia.org/wiki/Randkluft

8) পর্যায়ন শব্দটি  প্রথম কে ব্যবহার করেন ?
উত্তর :-ভূ বিজ্ঞানী চেম্বারলিন ও স্যালিসব্যারি  | 
**************************************************
10) ইনসেলবার্জ ক্ষয় প্রাপ্ত হয়ে ছোট ছোট হলে তাকে কি বলে ?  # ড্রাইকান্টার / শটস্ / টর / মিলেট সিডস্
11)  ক্ষয়সীমা ধারনার প্রবর্তক কে ?
উত্তর :- ১৮৭৫ সালে ভূ বিজ্ঞানী পাওয়েল । পরবর্তী কালে ভূ বিজ্ঞানী উইলিয়াম মরিস ডেভিস ও এই শব্দটি ব্যবহার করেন ।
12) কাসপেট বদ্বীপ কাকে বলে ?
উত্তর :-"নদীর মোহনায় অনুকূল অবস্থা বিরাজ করলে কোনো কোনো ক্ষেত্রে নদীস্রোত সোজাসোজি সমুদ্রের মধ্যে অনেকদূর পর্যন্ত প্রবাহিত হয়। এরূপ ক্ষেত্রে সমুদ্রের তীরে স্রোতপ্রবাহের উভয়পাশে পলি সঞ্চিত হযে ত্রিকোণাকার বদ্বীপ সৃষ্টি করে। এরূপ বদ্বীপকে কাসপেট বদ্বীপ বলে। ইতালির টাইবার নদীর মোহনায় এরূপ বদ্বীপ দেখা যায়।" Source :- Wiki 
13) ভারতের মরু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তর :- Central Arid Zone Research Institute (CAZRI), যোধপুরে অবস্থিত । 
14) গঙ্গা -পদ্মা-মেঘনা বদ্বীপের সক্রিয় অংশে পৃথিবী ব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব লিখ ?
উত্তর :-

# Dt:- 12/07/2018

15) উত্তর গোলার্ধে গ্রীষ্ম কাল অপেক্ষা শীতকালে জোয়ার তীব্র হয় কেন ? 
উত্তর ঃ - উত্তর গোলার্ধে যখন শীত কাল তখন বছরের অন্যান্য সময়ের তুলনায় পৃথিবী আর সূর্যের মধ্যবর্তী দূরত্ব সবচেয়ে কম থাকে বলে সূর্যের আকর্ষণ বল বেশি ক্রিয়া করায় ঐ সময় উত্তর গোলার্ধে গ্রীষ্ম কাল অপেক্ষা তীব্র জোয়ার পরিলক্ষিত হয় ।  
16) CAZRI  কি ?
উত্তর ঃ- Central Arid Zone Research Institute (CAZRI), যোধপুরে অবস্থিত ।
17) সুন্দরবনের সবচেয়ে বড় দ্বীপ কোনটি ?
উত্তর ঃ-
#Dt.-17/07/2018
18) কাঠকয়লা জ্বালানীর ওপর ভিত্তি  করে গড়ে ওঠা লৌহ-ইস্পাত শিল্প কেন্দ্রটি  হল -
A) TISCO, B) IISCO, C) VSP, D) VISL
19) ন্যানো কারখানা অবস্থিত - A) গুজরাটে , B) পশ্চিমবঙ্গে , C) মহারাষ্ট্র, D) উওরপ্রদেশে ৷
20) বাদাম হল একটি তৈলবীজ শস্য ৷
21) ঘরে বসে রেল ও বিমানের আসন সংরক্ষণ করা যায় - A) ইমেল , B) ইন্টারনেট, C) MMS , D) QMS এর মাধ্যমে ।
22) Out Sourcing কী ?
উত্তরঃ- ইন্টারনেটের মাধ্যমে যখন কোন দেশের যে কোন ব্যক্তি বা কোম্পানী তাদের কোন কাজ অন্য দেশের কোন ব্যক্তি বা কোম্পানীকে দিয়ে করিয়ে নেয় , তাকেই বলে Out Sourcing .
Source1, Source2
23) গ্লোবাল শিল্প কী ?
উত্তরঃ-
Source1, Source2
24) কোন নদী পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বর্জ্য দ্বারা দূষিত ?
উত্তরঃ- ২০১৮ সালের তথ্য অনুযায়ী গঙ্গা নদী পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বর্জ্য দ্বারা দূষিত । 
Source:- Source1, Source2 , Source3, Source4


*** এলনিনো , লা নিনা

এল নিনো হচ্ছে বায়ুমন্ডলীয় এবং গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলের সমুদ্রগুলোর মাঝে একটি পর্যাবৃত্ত পরিবর্তন। এটির সংজ্ঞা এভাবে দেয়া যেতে পারে, যখন তাহিতি এবং ডারউইনে অস্ট্রেলিয়ার বায়ুমণ্ডলে চাপের পরিবর্তন সংঘটিত হয় তখন এবং যখন পেরু ও ইকুয়েডর এর পশ্চিম উপকূল থেকে অস্বাভাবিক গরম অথবা ঠান্ডা সামুদ্রিক অবস্থা বিরাজ করে তখন। এল নিনো হচ্ছে পর্যায়বৃত্তের উষ্ণ পর্যায়, আর লা নিনা হচ্ছে শীতল পর্যায়। পর্যায়বৃত্ত এই পরিবর্তনের কোন নির্দিষ্ট সময় নেই, তবে প্রতি ৩ থেকে ৮ বছরের মাঝে দেখা যায়। এই পর্যাবৃত্ত কার্যপ্রণালী এখনও একটি বৈজ্ঞানিক গবেষণার বিষয়। এটি “এল নিনো দক্ষিণাঞ্চলীয় পর্যায়বৃত্ত পরিবর্তন” নামেই বেশি পরিচিত।

“এল নিনো” হচ্ছে একটি স্প্যানিশ শব্দ, যার মানে “বালক” এবং নির্দেশ করা হয় “যীশুর ছেলে” বলে, কারণ এই পর্যাবৃত্ত উষ্ণ সামুদ্রিক জলস্রোতের পরিবর্তন সাধারণত উত্তর আমেরিকার ক্রিসমাসের সময়ই দেখা যায়। আর “লা নিনা” স্প্যানিশের মানে হচ্ছে little “বালিকা”।

এল নিনো বন্যা, খরা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সাথে সম্পর্কযুক্ত। উন্নয়নশীল যেসব দেশ কৃ্ষিকাজ এবং মাছ ধরার উপর নির্ভরশীল, তারাই এল নিনো দ্বারা অধিক ক্ষতিগ্রস্থ হয়ে থাকে। (Source:WIKI)






*** জেট স্ট্রিম ***** Source




#MyGeoHelp -2. #Sujata Paul - X - 2017

# Dt:- 03/03/2018
শূন্যস্থান পূরন কর- 
১) নাসিক শহরটি ...গোদাবরী... নদীর তীরে অবস্থিত ।
২) ...পডজল... মৃত্তিকায় হার্ডপ্যান দেখা যায় ।
৩) ভারতের একটি প্লায়া হল ... সম্বর ...
৪) পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বর্জ্য উৎপাদন করে ...USA...
৫) NTPC য়ের পুরো নাম ...NATIONAL THERMAL POWER CORPORATION....
৬) ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে জনবসতির রং হল ... লাল...

#MyGeoHelp -1. #Asif Akram - X - 2017

# Dt:- 14/02/2018
১)   Resort Climate of the World  বলা হয় কোন জলবায়ু অঞ্চলকে ?
উত্তরঃ- ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে ।
২) র‍্যান্ডক্লুফট কি ?
উত্তরঃ- হিম উপত্যকায় পর্বত গাত্র ও হিমবাহের মাঝে ফাটলের সৃষ্টি হলে তাকে বলা হয় র‍্যান্ডক্লুফট ( Randkluft )  ।
৩) পশ্চিমবঙ্গের কোন জেলায় ক্ষয়সীমা রয়েছে ?
উত্তরঃ- পুরুলিয়া
৪) ভারতের কোন শহরের অন্য নাম Golden city ?
উত্তরঃ- জয়সলমীর
৫) ভারতের কোন শহর The city of Golden Temple নামে খ্যাত ?
উত্তরঃ- অমৃতসর
৬) কোন ধানের অপর নাম ষেটে ধান ?
উত্তরঃ- মাত্র ষাট দিনে ফসল উৎপন্ন হয় বলে বোরো ধানকে ষেটে ধানও বলা হয় ।
৭)কোন বায়ু প্রবাহে Index Cycle দেখা যায় ?
উত্তরঃ-জেট বায়ু প্রবাহে |
৮) নাগা ও লুসাই পর্বতের মাঝে কোন হ্রদ অবস্থিত ?
উত্তরঃ- লোকটক হ্রদ ।
৯) চোরা স্রোত দেখা যায় কোন মহাসাগরে ?
উত্তরঃ-উত্তর মহাসাগর ।
১০) ফিনল্যান্ডের পুণকাহারয়ু কী ?
উত্তরঃ-ফিনল্যান্ডের পুনকাহারয়ু একটি বিখ্যাত এস্কারের উদাহরণ  ।