# Dt:- 28/02/2018
১) ভ্যানিশিং আইল্যাণ্ড কী ?
উত্তর :- সমুদ্র সংলগ্ন যে নিচু দ্বীপ গুলি জোয়ারের জলে ডুবে যায় এবং ভাটার সময় পুনরায় বেরিয়ে আসে সেগুলি ভ্যানিশিং আইল্যাণ্ড নামে পরিচিত ৷
2) স্নাউট কী ?
উত্তর :- জিভের মত দেখতে হিমবাহের প্রান্ত ভাগকে বলা হয় স্নাউট ।
3) হ্যালিক্যাল প্রবাহ কী ? অশ্মক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টিতে এর ভূমিকা লিখ ?
উত্তর :- নদী বাঁকে যে ঘূর্ণায়মান জলপ্রবাহের দ্বারা নদীর একদিকের পাড় ক্ষয়িত হয়ে খাড়া ঢাল বিশিষ্ট এবং ক্ষয়িত পদার্থ সমূহ অন্য পাড়ে সঞ্চিত হয়ে মৃদু ঢাল বিশিষ্ট হয় , সেটি বলা হয় ঘূর্ণাবর্ত প্রবাহ বা Helical Flow ।
নদী বাঁক ও অশ্মক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টিতে ঘূর্ণাবর্ত প্রবাহ বা হ্যালিক্যাল প্রবাহের বিশেষ ভূমিকা লক্ষ্য করা যায় । ভৌগলিক লেলিয়াভস্কি'র মতে হ্যালিক্যাল প্রবাহের দ্বারা নদীর এক পাড়ে ক্ষয় আর অন্য পাড়ে সঞ্চয়ের দ্বারাই ধিরে ধিরে নদী বাঁকে অশ্মক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি হয় ।
4) বিক্ষিপ্ত অবস্থায় সৃষ্ট গ্রাবরেখার নাম কী ?
উত্তর :-অবিন্যস্ত গ্রাবরেখা ।
5) টেরিস কী / পলল সোপান কী / নদী মঞ্চ কী (Terrace / Alluvial Terrace / River Terrace )
উত্তর :- নদী প্রবাহিত অঞ্চল বা সমুদ্রপৃষ্ঠের উচ্চতার পার্থক্যের কারনে নদী পুনর্যৌবন লাভ করলে পুরাতন উপত্যকায় পূনরায় ক্ষয় মাধ্যমে নদীর নতুন উপত্যকা সৃষ্টি হলে পুরাতন উপত্যকা নদীর নতুন উপত্যকার দুই পাশে মঞ্চের মতো অবস্থান করায় একে টেরিস / পলল সোপান / নদী মঞ্চ বলে ।
6) উপলেপন কী / সমাকরণ কী ? ( Accretion )
উত্তর :- কোন বস্তু কণা প্রাকৃতিক প্রক্রিয়ায় একত্রিত হয়ে একটি সমসত্ত্ব বস্তুতে পরিণত হওয়ার ঘটনাকে সমাকরণ বা উপলেপন বলে । বর্তমানে অনেক বিজ্ঞানীরা পৃথিবী সহ অন্যান্য গ্রহ উৎপত্তির কারন সম্পর্কে এই বিষয়টিকে বিশেষ ভাবে আলোকপাত করেছেন । আবহবিদরা তুষারকণা একত্রিত হয়ে হিমবাহ হওয়ার প্রক্রিয়াকে সমাকরণ বা উপলেপন বলেন । পাললিক শিলায় স্তরে স্তরে পলি সঞ্চয় হয়ে স্তরায়ন হওয়াকে পলিস্তরের উপলেপন বলা হয় ।
7) র্যান্ড ক্লুফট কী ( Randkluft ) ?
উত্তর :- হিমবাহের শীর্ষ দেশে পর্বত গাত্র ও হিমবাহ সংলগ্ন স্থানের ফাটলকে বলা হয় র্যান্ড ক্লুফট ।
8) পর্যায়ন শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?
উত্তর :-ভূ বিজ্ঞানী চেম্বারলিন ও স্যালিসব্যারি |
**************************************************
10) ইনসেলবার্জ ক্ষয় প্রাপ্ত হয়ে ছোট ছোট হলে তাকে কি বলে ? # ড্রাইকান্টার / শটস্ / টর / মিলেট সিডস্
11) ক্ষয়সীমা ধারনার প্রবর্তক কে ?
উত্তর :- ১৮৭৫ সালে ভূ বিজ্ঞানী পাওয়েল । পরবর্তী কালে ভূ বিজ্ঞানী উইলিয়াম মরিস ডেভিস ও এই শব্দটি ব্যবহার করেন ।
12) কাসপেট বদ্বীপ কাকে বলে ?
উত্তর :-"নদীর মোহনায় অনুকূল অবস্থা বিরাজ করলে কোনো কোনো ক্ষেত্রে নদীস্রোত সোজাসোজি সমুদ্রের মধ্যে অনেকদূর পর্যন্ত প্রবাহিত হয়। এরূপ ক্ষেত্রে সমুদ্রের তীরে স্রোতপ্রবাহের উভয়পাশে পলি সঞ্চিত হযে ত্রিকোণাকার বদ্বীপ সৃষ্টি করে। এরূপ বদ্বীপকে কাসপেট বদ্বীপ বলে। ইতালির টাইবার নদীর মোহনায় এরূপ বদ্বীপ দেখা যায়।" Source :- Wiki
13) ভারতের মরু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তর :- Central Arid Zone Research Institute (CAZRI), যোধপুরে অবস্থিত ।
14) গঙ্গা -পদ্মা-মেঘনা বদ্বীপের সক্রিয় অংশে পৃথিবী ব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব লিখ ?
উত্তর :-
# Dt:- 12/07/2018
15) উত্তর গোলার্ধে গ্রীষ্ম কাল অপেক্ষা শীতকালে জোয়ার তীব্র হয় কেন ?
উত্তর ঃ - উত্তর গোলার্ধে যখন শীত কাল তখন বছরের অন্যান্য সময়ের তুলনায় পৃথিবী আর সূর্যের মধ্যবর্তী দূরত্ব সবচেয়ে কম থাকে বলে সূর্যের আকর্ষণ বল বেশি ক্রিয়া করায় ঐ সময় উত্তর গোলার্ধে গ্রীষ্ম কাল অপেক্ষা তীব্র জোয়ার পরিলক্ষিত হয় ।
16) CAZRI কি ?
উত্তর ঃ- Central Arid Zone Research Institute (CAZRI), যোধপুরে অবস্থিত ।
17) সুন্দরবনের সবচেয়ে বড় দ্বীপ কোনটি ?
উত্তর ঃ-
#Dt.-17/07/2018
18) কাঠকয়লা জ্বালানীর ওপর ভিত্তি করে গড়ে ওঠা লৌহ-ইস্পাত শিল্প কেন্দ্রটি হল -
A) TISCO, B) IISCO, C) VSP, D) VISL
19) ন্যানো কারখানা অবস্থিত - A) গুজরাটে , B) পশ্চিমবঙ্গে , C) মহারাষ্ট্র, D) উওরপ্রদেশে ৷
20) বাদাম হল একটি তৈলবীজ শস্য ৷
21) ঘরে বসে রেল ও বিমানের আসন সংরক্ষণ করা যায় - A) ইমেল , B) ইন্টারনেট, C) MMS , D) QMS এর মাধ্যমে ।
22) Out Sourcing কী ?
উত্তরঃ- ইন্টারনেটের মাধ্যমে যখন কোন দেশের যে কোন ব্যক্তি বা কোম্পানী তাদের কোন কাজ অন্য দেশের কোন ব্যক্তি বা কোম্পানীকে দিয়ে করিয়ে নেয় , তাকেই বলে Out Sourcing .
Source1, Source2
23) গ্লোবাল শিল্প কী ?
উত্তরঃ-
Source1, Source2
24) কোন নদী পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বর্জ্য দ্বারা দূষিত ?
উত্তরঃ- ২০১৮ সালের তথ্য অনুযায়ী গঙ্গা নদী পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বর্জ্য দ্বারা দূষিত ।
Source:- Source1, Source2 , Source3, Source4
*** এলনিনো , লা নিনা
এল নিনো হচ্ছে বায়ুমন্ডলীয় এবং গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলের সমুদ্রগুলোর মাঝে একটি পর্যাবৃত্ত পরিবর্তন। এটির সংজ্ঞা এভাবে দেয়া যেতে পারে, যখন তাহিতি এবং ডারউইনে অস্ট্রেলিয়ার বায়ুমণ্ডলে চাপের পরিবর্তন সংঘটিত হয় তখন এবং যখন পেরু ও ইকুয়েডর এর পশ্চিম উপকূল থেকে অস্বাভাবিক গরম অথবা ঠান্ডা সামুদ্রিক অবস্থা বিরাজ করে তখন। এল নিনো হচ্ছে পর্যায়বৃত্তের উষ্ণ পর্যায়, আর লা নিনা হচ্ছে শীতল পর্যায়। পর্যায়বৃত্ত এই পরিবর্তনের কোন নির্দিষ্ট সময় নেই, তবে প্রতি ৩ থেকে ৮ বছরের মাঝে দেখা যায়। এই পর্যাবৃত্ত কার্যপ্রণালী এখনও একটি বৈজ্ঞানিক গবেষণার বিষয়। এটি “এল নিনো দক্ষিণাঞ্চলীয় পর্যায়বৃত্ত পরিবর্তন” নামেই বেশি পরিচিত।
“এল নিনো” হচ্ছে একটি স্প্যানিশ শব্দ, যার মানে “বালক” এবং নির্দেশ করা হয় “যীশুর ছেলে” বলে, কারণ এই পর্যাবৃত্ত উষ্ণ সামুদ্রিক জলস্রোতের পরিবর্তন সাধারণত উত্তর আমেরিকার ক্রিসমাসের সময়ই দেখা যায়। আর “লা নিনা” স্প্যানিশের মানে হচ্ছে little “বালিকা”।
এল নিনো বন্যা, খরা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সাথে সম্পর্কযুক্ত। উন্নয়নশীল যেসব দেশ কৃ্ষিকাজ এবং মাছ ধরার উপর নির্ভরশীল, তারাই এল নিনো দ্বারা অধিক ক্ষতিগ্রস্থ হয়ে থাকে। (Source:WIKI)
১) ভ্যানিশিং আইল্যাণ্ড কী ?
উত্তর :- সমুদ্র সংলগ্ন যে নিচু দ্বীপ গুলি জোয়ারের জলে ডুবে যায় এবং ভাটার সময় পুনরায় বেরিয়ে আসে সেগুলি ভ্যানিশিং আইল্যাণ্ড নামে পরিচিত ৷
2) স্নাউট কী ?
উত্তর :- জিভের মত দেখতে হিমবাহের প্রান্ত ভাগকে বলা হয় স্নাউট ।
3) হ্যালিক্যাল প্রবাহ কী ? অশ্মক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টিতে এর ভূমিকা লিখ ?
হ্যালিক্যাল প্রবাহ |
নদী বাঁক ও অশ্মক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টিতে ঘূর্ণাবর্ত প্রবাহ বা হ্যালিক্যাল প্রবাহের বিশেষ ভূমিকা লক্ষ্য করা যায় । ভৌগলিক লেলিয়াভস্কি'র মতে হ্যালিক্যাল প্রবাহের দ্বারা নদীর এক পাড়ে ক্ষয় আর অন্য পাড়ে সঞ্চয়ের দ্বারাই ধিরে ধিরে নদী বাঁকে অশ্মক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি হয় ।
4) বিক্ষিপ্ত অবস্থায় সৃষ্ট গ্রাবরেখার নাম কী ?
উত্তর :-অবিন্যস্ত গ্রাবরেখা ।
5) টেরিস কী / পলল সোপান কী / নদী মঞ্চ কী (Terrace / Alluvial Terrace / River Terrace )
উত্তর :- নদী প্রবাহিত অঞ্চল বা সমুদ্রপৃষ্ঠের উচ্চতার পার্থক্যের কারনে নদী পুনর্যৌবন লাভ করলে পুরাতন উপত্যকায় পূনরায় ক্ষয় মাধ্যমে নদীর নতুন উপত্যকা সৃষ্টি হলে পুরাতন উপত্যকা নদীর নতুন উপত্যকার দুই পাশে মঞ্চের মতো অবস্থান করায় একে টেরিস / পলল সোপান / নদী মঞ্চ বলে ।
6) উপলেপন কী / সমাকরণ কী ? ( Accretion )
উত্তর :- কোন বস্তু কণা প্রাকৃতিক প্রক্রিয়ায় একত্রিত হয়ে একটি সমসত্ত্ব বস্তুতে পরিণত হওয়ার ঘটনাকে সমাকরণ বা উপলেপন বলে । বর্তমানে অনেক বিজ্ঞানীরা পৃথিবী সহ অন্যান্য গ্রহ উৎপত্তির কারন সম্পর্কে এই বিষয়টিকে বিশেষ ভাবে আলোকপাত করেছেন । আবহবিদরা তুষারকণা একত্রিত হয়ে হিমবাহ হওয়ার প্রক্রিয়াকে সমাকরণ বা উপলেপন বলেন । পাললিক শিলায় স্তরে স্তরে পলি সঞ্চয় হয়ে স্তরায়ন হওয়াকে পলিস্তরের উপলেপন বলা হয় ।
7) র্যান্ড ক্লুফট কী ( Randkluft ) ?
উত্তর :- হিমবাহের শীর্ষ দেশে পর্বত গাত্র ও হিমবাহ সংলগ্ন স্থানের ফাটলকে বলা হয় র্যান্ড ক্লুফট ।
Source : https://en.wikipedia.org/wiki/Randkluft |
8) পর্যায়ন শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?
উত্তর :-ভূ বিজ্ঞানী চেম্বারলিন ও স্যালিসব্যারি |
**************************************************
10) ইনসেলবার্জ ক্ষয় প্রাপ্ত হয়ে ছোট ছোট হলে তাকে কি বলে ? # ড্রাইকান্টার / শটস্ / টর / মিলেট সিডস্
11) ক্ষয়সীমা ধারনার প্রবর্তক কে ?
উত্তর :- ১৮৭৫ সালে ভূ বিজ্ঞানী পাওয়েল । পরবর্তী কালে ভূ বিজ্ঞানী উইলিয়াম মরিস ডেভিস ও এই শব্দটি ব্যবহার করেন ।
12) কাসপেট বদ্বীপ কাকে বলে ?
উত্তর :-"নদীর মোহনায় অনুকূল অবস্থা বিরাজ করলে কোনো কোনো ক্ষেত্রে নদীস্রোত সোজাসোজি সমুদ্রের মধ্যে অনেকদূর পর্যন্ত প্রবাহিত হয়। এরূপ ক্ষেত্রে সমুদ্রের তীরে স্রোতপ্রবাহের উভয়পাশে পলি সঞ্চিত হযে ত্রিকোণাকার বদ্বীপ সৃষ্টি করে। এরূপ বদ্বীপকে কাসপেট বদ্বীপ বলে। ইতালির টাইবার নদীর মোহনায় এরূপ বদ্বীপ দেখা যায়।" Source :- Wiki
13) ভারতের মরু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তর :- Central Arid Zone Research Institute (CAZRI), যোধপুরে অবস্থিত ।
14) গঙ্গা -পদ্মা-মেঘনা বদ্বীপের সক্রিয় অংশে পৃথিবী ব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব লিখ ?
উত্তর :-
# Dt:- 12/07/2018
15) উত্তর গোলার্ধে গ্রীষ্ম কাল অপেক্ষা শীতকালে জোয়ার তীব্র হয় কেন ?
উত্তর ঃ - উত্তর গোলার্ধে যখন শীত কাল তখন বছরের অন্যান্য সময়ের তুলনায় পৃথিবী আর সূর্যের মধ্যবর্তী দূরত্ব সবচেয়ে কম থাকে বলে সূর্যের আকর্ষণ বল বেশি ক্রিয়া করায় ঐ সময় উত্তর গোলার্ধে গ্রীষ্ম কাল অপেক্ষা তীব্র জোয়ার পরিলক্ষিত হয় ।
16) CAZRI কি ?
উত্তর ঃ- Central Arid Zone Research Institute (CAZRI), যোধপুরে অবস্থিত ।
17) সুন্দরবনের সবচেয়ে বড় দ্বীপ কোনটি ?
উত্তর ঃ-
#Dt.-17/07/2018
18) কাঠকয়লা জ্বালানীর ওপর ভিত্তি করে গড়ে ওঠা লৌহ-ইস্পাত শিল্প কেন্দ্রটি হল -
A) TISCO, B) IISCO, C) VSP, D) VISL
19) ন্যানো কারখানা অবস্থিত - A) গুজরাটে , B) পশ্চিমবঙ্গে , C) মহারাষ্ট্র, D) উওরপ্রদেশে ৷
20) বাদাম হল একটি তৈলবীজ শস্য ৷
21) ঘরে বসে রেল ও বিমানের আসন সংরক্ষণ করা যায় - A) ইমেল , B) ইন্টারনেট, C) MMS , D) QMS এর মাধ্যমে ।
22) Out Sourcing কী ?
উত্তরঃ- ইন্টারনেটের মাধ্যমে যখন কোন দেশের যে কোন ব্যক্তি বা কোম্পানী তাদের কোন কাজ অন্য দেশের কোন ব্যক্তি বা কোম্পানীকে দিয়ে করিয়ে নেয় , তাকেই বলে Out Sourcing .
Source1, Source2
23) গ্লোবাল শিল্প কী ?
উত্তরঃ-
Source1, Source2
24) কোন নদী পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বর্জ্য দ্বারা দূষিত ?
উত্তরঃ- ২০১৮ সালের তথ্য অনুযায়ী গঙ্গা নদী পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বর্জ্য দ্বারা দূষিত ।
Source:- Source1, Source2 , Source3, Source4
*** এলনিনো , লা নিনা
এল নিনো হচ্ছে বায়ুমন্ডলীয় এবং গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলের সমুদ্রগুলোর মাঝে একটি পর্যাবৃত্ত পরিবর্তন। এটির সংজ্ঞা এভাবে দেয়া যেতে পারে, যখন তাহিতি এবং ডারউইনে অস্ট্রেলিয়ার বায়ুমণ্ডলে চাপের পরিবর্তন সংঘটিত হয় তখন এবং যখন পেরু ও ইকুয়েডর এর পশ্চিম উপকূল থেকে অস্বাভাবিক গরম অথবা ঠান্ডা সামুদ্রিক অবস্থা বিরাজ করে তখন। এল নিনো হচ্ছে পর্যায়বৃত্তের উষ্ণ পর্যায়, আর লা নিনা হচ্ছে শীতল পর্যায়। পর্যায়বৃত্ত এই পরিবর্তনের কোন নির্দিষ্ট সময় নেই, তবে প্রতি ৩ থেকে ৮ বছরের মাঝে দেখা যায়। এই পর্যাবৃত্ত কার্যপ্রণালী এখনও একটি বৈজ্ঞানিক গবেষণার বিষয়। এটি “এল নিনো দক্ষিণাঞ্চলীয় পর্যায়বৃত্ত পরিবর্তন” নামেই বেশি পরিচিত।
“এল নিনো” হচ্ছে একটি স্প্যানিশ শব্দ, যার মানে “বালক” এবং নির্দেশ করা হয় “যীশুর ছেলে” বলে, কারণ এই পর্যাবৃত্ত উষ্ণ সামুদ্রিক জলস্রোতের পরিবর্তন সাধারণত উত্তর আমেরিকার ক্রিসমাসের সময়ই দেখা যায়। আর “লা নিনা” স্প্যানিশের মানে হচ্ছে little “বালিকা”।
এল নিনো বন্যা, খরা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সাথে সম্পর্কযুক্ত। উন্নয়নশীল যেসব দেশ কৃ্ষিকাজ এবং মাছ ধরার উপর নির্ভরশীল, তারাই এল নিনো দ্বারা অধিক ক্ষতিগ্রস্থ হয়ে থাকে। (Source:WIKI)