Search by Your given Geography questions or by Your Name.
(তোমার নাম অথবা ভূগোলের প্রশ্ন লিখে উত্তর খুঁজে নাও)

Search This Blog

Friday, July 27, 2018

#MyGeoHelp -22. #Sayani Paul - X - 2018

Dt:- 27/07/2017
১)অটোমোবাইল শিল্পের সাথে অসংখ্য অনুসারি শিল্প গড়ে ওঠে । (সত্য/মিথ্যা)
২) ভারতে কতগুলি ম্যানগ্রোভ অরন্য অঞ্চল চিহ্নিত করা হয় ?
উত্তরঃ- এখানে ক্লিক করো । 
৩) রাজস্থানে ওয়াদিকে নালা বলে । (সত্য/মিথ্যা)
৪) মধ্য এশিয়ার একটি উষ্ণ স্থানীয় বায়ুর নাম শাহালি । (সত্য/মিথ্যা)
৫) BOD কী ?
৬) বায়ুর অনুপস্থিতে জৈব পদার্থের পচনকে কী বলে ?
উত্তরঃ-
৭) বেঞ্চমার্ক কী ?
উত্তরঃ-
৮) UNEP এর পুরো নাম কী ?
উত্তরঃ- এখানে ক্লিক করো । 
৯) Clean City পরিকল্পনাটি গ্রহন করে কোন রাজ্য ?
উত্তরঃ-
১০) স্লাজ একধরনের তরল বর্জ্য । (ঠিক/ভুল)
১১) ............... বন্দরকে স্বামী বিবেকানন্দ বন্দর নামকরণ করা হয়েছে ।
১২) Swath কী ?
উত্তরঃ-
১৩) FCC কী ?
উত্তরঃ-
১৪) মৌসুমি বায়ু কোন বায়ু প্রবাহকে নিয়ন্ত্রন করে ?
উত্তরঃ-
১৫) মৌসুমি বায়ু ............... মহাসাগরের সমুদ্রস্রোতকে নিয়ন্ত্রন করে ।
১৬) Bumpy Cloud কাকে বলে ?
উত্তরঃ-
১৭) সল্টলেক অবস্থিত - a) জয়পুরে b) জয়সলমীরে c) লাডাক d) কেরলে ।
১৮) বীহড় কী ?
উত্তরঃ-
১৯) ওয়েবারের শিল্পস্থানিকতা তত্ত্ব কী নামে পরিচিত ?
উত্তরঃ-
২০) পণ্যসূচক কী?
উত্তরঃ-
২১) কোন অরন্যকে বাদা অরন্য বলে ?
উত্তরঃ- 
২২) অস্ট্রেলিয়ার ঘূর্ণিঝড় কী নামে পরিচিত ?
উত্তরঃ- উইলি উইলি । 
উত্তরঃ-
২৪) কান্ডালা কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ-
২৫) মুম্বাই ও পুনের মধ্যে কোন গিরিপথ অবস্থিত ?
উত্তরঃ- ভোরঘাট । 

Thursday, July 26, 2018

#MyGeoHelp -21. #Sabnur Nahar Islam - X - 2018

Dt:- 26/07/2018
1) ভারতের আধুনিক তম বন্দর কোনটি?
উত্তরঃ-
2) ছোটনাগপুর মালভূমিতে ........... বৃক্ষ জন্মায় ৷
3) উন্নয়নের জীবনরেখা বলা হয় কাকে ?
উত্তরঃ-
4) মীনাবক্কম আন্তর্জাতিক বিমানবন্দর ................. তে অবস্থিত ৷
5) ERTS এর পুরো নাম কী?
উত্তরঃ-Earth Resources Technology Satellite , Source:1
6) ICAR এর পুরো নাম কী?
উত্তরঃ-Indian Council of Agricultural Research , Source:1
7) ভারতের হিমালয় প্রস্থ গড়ে ............. কিমি ৷
8) ভার্মি কম্পোস্ট কী?
উত্তরঃ- কোঁচের সাহায্যে উদ্ভিদ ও প্রানীর বর্জ্য পদার্থ থেকে যে সার প্রস্তুত করা হয় সেটি ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার নামে পরিচিত ।
9) সর্বোচ্চে ও সর্বনিম্ন  উষ্ণতার পার্থক্যকে কী বলে ?
উত্তরঃ- উষ্ণতার প্রসর ।
10) ভারতের সবথেকে বড়ো হ্রদ কোনটি ?
উত্তরঃ- উলার হ্রদ । 

#MyGeoHelp -20. #Sanchita Sarkar - X - 2018


Dt:- 25/07/2018
1) রেডার একটি ..সক্রিয়.. সংবেদকের উদাহরণ  ৷
2) ভারতে কতগুলি ম্যানগ্রোভ অরন্য চিহ্নিত করা হয়েছে  ?
উত্তরঃ- 39 টি , 4921 Sq/KM
3) ভারতে পেট্রোরসায়ন শিল্পের প্রাণকেন্দ্র হল .....ভাদোদারা / জামনগর............... ৷

Source:- https://www.jagranjosh.com/general-knowledge/list-of-mangrove-sites-in-india-1475227839-1

http://fsi.nic.in/isfr2017/isfr-mangrove-cover-2017.pdf

4) ....চম্বল... নদীর ওপর রানাপ্রতাপ সাগর জলধারা অবস্থিত ৷

5) গরিষ্ঠ ও লঘিষ্ঠ উষ্ণতাকে বিয়োগ করলে যে বিয়োগ ফল পাওয়া যায়, তাকে ...উষ্ণতার প্রসর.. বলে ৷
6) নিউমুর দ্বীপের অবস্থান হল ....হাড়িয়াভাঙ্গা... নদীর 2 কিলোমিটার দক্ষিনে ৷
7) সর্বনিম্ন ও সর্বোচ্চ উষ্ণতার পার্থক্যকে ......উষ্ণতার প্রসর...... বলে ৷
8) নদী, হ্রদ, সাগর - মহাসাগরের সমগ্র জলভাগকে বলে পৃথিবীর ....জলমণ্ডল.... ৷
9) পৃথিবী  পৃষ্ঠে চাঁদের আকর্ষণ স্থলের ......সন্মুখ..... স্থানে পৃথিবীর মহাকর্ষ  শক্তির প্রভাব কম হয় ৷

Tuesday, July 24, 2018

#MyGeoHelp -18. #Harun All Rasid - X - 2018

Dt:- 24/07/2018
1) ভারতের "বিজ্ঞান নগরী" কোন শহরকে বলা হয় ?
উত্তরঃ- ব্যাঙ্গালুরু । 
2) কোন নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে সারা বছর স্বল্প বৃষ্টিপাত হয় ?
উত্তরঃ-
3) ভারতীয় বুলেট ট্রেনের প্রস্তাবিত রেল পথের প্রান্তিয় নগর কোনটি ?
উত্তরঃ-মুম্বাই-‌আহমেদাবাদ । 
4) শুষ্ক কৃষি কী ?
উত্তরঃ-
5) ভারতের কোন মাসে বন্যপ্রাণী সপ্তাহ পালন করা হয় ?
উত্তরঃ-
6) ভারতের কোন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য সবচেয়ে কম ?
উত্তরঃপশ্চিমবঙ্গ ( ১৫৭.৫ কিমি )











7) UNEP এর পুরো নাম কী ?
উত্তরঃ- United Nations Environment Programme

#MyGeoHelp -17. #Mahafuja Khatun - X - 2018

Dt:- 24/07/2018
1) সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় ?
উত্তরঃ- ডঃ এম. এস. স্বামীনাথন । 
2) ভারতের দীর্ঘতম রেলপথ কোনটি ?
উত্তরঃ-ডীব্রুগড় - কন্যাকুমারি , বিভেক এক্সপ্রেস , ৪২৮২ কিমি. 
3) PIXEL কথাটির অর্থ কী ?
উত্তরঃ- Pixel কথাটির অর্থ হল Picture Element , উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশকে Pixel বলা হয় । Pixel য়ের সংখ্যার ওপর উপগ্রহ চিত্রের মান নির্ভর করে , Pixel য়ের সংখ্যা বেশি হলে উপগ্রহ চিত্র উচ্চমানের হয় আর Pixel য়ের সংখ্যা কম হলে উপগ্রহ চিত্র নিম্ন মানের হয় । 
4) ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি  হয় ?
উত্তরঃ- 

Monday, July 23, 2018

#MyGeoHelp -16. #Sanchita Sarkar - X - 2018

#Dt:- 23/07/2018
1) অসমে কালবৈশাখী কী নামে পরিচিত ?
উত্তরঃ- বরদৈছিলা (Bardolichheela)
2) লিচেট কী ? 
উত্তরঃ-  জলাশয় বা ভৌমজলে মিলিত হওয়া ল্যান্ডফিলের বর্জ্য পদার্থ ধোয়া জল  লিচেট (Leachate) নামে পরিচিত ৷
3) নদী সংক্রান্ত আলোচনাকে কী বলে ?
উত্তরঃ- নদী বিজ্ঞান 
4) Twin City বা যমজ শহর - একটি হায়দ্রাবাদ অপরটি
 উত্তরঃ-   সেকেন্দ্রাবাদ
5) ভারতের কোন রাজ্যে চন্দন গাছের পরিমান সবচেয়ে বেশি ?
উত্তরঃ- কর্ণাটক । 

Thursday, July 19, 2018

#MyGeoHelp -15. #Saharukh Hossain - X - 2018

Dt:- 19/07/2018
মৌলিক - ৩০৪ (২০১৭)
১) কোন শহরকে "Tech City" বলা হয় ? 
উত্তরঃ- পুনে
২) ভারতীয় সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
 উত্তরঃ দেরাদুন । 
৩) ভারতে কোন পদ্ধতিতে আখ চাষ হয় ?
উত্তরঃ- রেটুন
৪) কোন ফসলকে তৃষ্ণার্ত ফসল বলা হয় ?
উত্তরঃ- ধান চাষের জন্য পর্যাপ্ত জলের প্রয়োজন বলে একে তৃষ্ণার্ত ফসল বলা হয় । 





৫) পশ্চিম বঙ্গের কোথায় রেজিন প্রকল্প গড়ে উঠেছে ?
Source:- WIKI
উত্তরঃ- হলদিয়ায় । 
৬) বোকারো স্টিলপ্ল্যাণ্ট কোন দেশের সহযোগীতায়  গড়ে ওঠে ?
উত্তরঃ- সোভিয়েত ইউনিয়ন । 
৭) ভারতের প্রথম রাষ্ট্রীয় ও ইন্ট্রিগ্রেটেড স্টিল প্ল্যান্ট কোনটি ?
উত্তরঃ-রৌরকেল্লা স্টিল প্ল্যান্ট । 
৮) দৈতারী শিল্পকারখানা কোথায় অবস্থিত ?
উত্তরঃ- ভিলাই স্টিল প্ল্যান্ট ।  , Source1, Source2 , Source3
৯) শিল্প স্থানীকতার নূন্যতম ব্যয় তত্ত্বটির ধরনা কে দেন ?
উত্তরঃ- আলফ্রেড ওয়েবার 
১০)ফ্যাদম দ্বারা সমুদ্রের কী মাপা হয় ?
উত্তরঃ- গভীরতা । 

#MyGeoHelp - #14.মানচিত্র অভিক্ষেপ ( Map Projection )


#############################

#MyGeoHelp -13. #সরলরেখা লেখচিত্র SIMPLE LINE GRAPH


#MyGeoHelp -12. #কান্টের নীহারিকা তত্ত্ব ( The Nebular Theory of Immanual Kant )


Monday, July 16, 2018

#MyGeoHelp -11. #Mahafuja Khatun - X - 2018

#Dt.- 16/07/2018
১) ভারতের মৃত্তিকা সংরক্ষনের একটি পদ্ধতি লিখ ?
উত্তর:-মালচিং , শেল্টার বেল্ট , ঝুম চাষ রোধ প্রভৃতি । 
২) Hyet শব্দের অর্থ  কী ?
উত্তর:- *High yield Energy Technologies (উচ্চ ফলন শক্তি প্রযুক্তি)
৩) পৃথিবীর জলভাগের ভৌগোলিক নাম কী ?
উত্তর:-প্যানথালাসা । 
৪) কোনো দেশের আর্থ সামাজিক, সাংস্কৃতিক জীবনের 'ধমনী' কাকে বলে ?
উত্তর:- রেলপথ পরিবহন । 
৫) প্রাচ্যর ভেনিস কাকে  বলে ?
উত্তর:- ব্যাংকক । 


#Hyet ...Source1,   Source2, *Source3
# Venice of The East. 
# Venice of The North

Friday, July 13, 2018

#MyGeoHelp -10. #Harun Al Rashid - X - 2018

#Dt:- 13/07/2018





১)রেটুন বলা হয় কোন ফসলের চারা গাছকে ?
 উত্তর ঃ- আখ
২) কোন শহর ভারতের 'মক্কা' নামে পরিচিত ?
উত্তর ঃ- কোলকাতা (ভারতীয় ফুটবলের মক্কা ) / সুরাট (বানিজ্য শহর)  / হায়দ্রাবাদ(মক্কা মসজিদ)
৩) কোন মৃত্তিকায় চুনের নিবিড় প্যান দেখা যায় ?
উত্তর ঃ- কৃষ্ণ মৃত্তিকা 
৪) ডুরিক্রাস্ট কোন মৃত্তিকার বৈশিষ্ট্য ?
 উত্তর ঃ- ল্যাটেরাইট  
৫) ধুয়াধর জলপ্রপাতটি কোন নদীর উপর অবিস্থিত ?
উত্তর ঃ- নর্মদা নদী 
৬) রেইন ওয়াটার হারভেস্টিং কী ?
উত্তর ঃ- সংরক্ষিত বৃষ্টির জলের সাহায্যে কৃষি কাজ করাকে বলা হয় রেইন ওয়াটার হারভেস্টিং । 
৭) উত্তর পূর্ব ভারতের পর্বত শ্রেণী গুলি কী নামে পরিচিত ? 
উত্তর ঃ- পূর্বাচল 
৮) বিস্তীর্ণ তুষার ক্ষেত্রের তুষার বিহীন শৃঙ্গ গুলিকে কী বলে ?
উত্তর ঃ-নুনাটক 
৯) কোন শিল্পকে ' শিল্পের শিল্প' বলা হয় ?
উত্তর ঃ-  মোটর গাড়ি শিল্প 

Thursday, July 12, 2018

#MyGeoHelp -9. #Rayhan Alam - X - 2018

dt:- 12/07/2018
১) ভারতের কোন ধরনের উদ্ভিদকে শোলা বলে ?
ভারতে এসিসিনোমিন অ্যাসপেরা জাতীয় উদ্ভিদকে শোলা বলে । 
Aeschynomene aspera is a species of flowering plant in the family Fabaceae. It is also known by the names Sola, Shola(Bengali শোলা) Sola pith plant, Pith plant, Laugauni (Hindi)[1] or Netti (Tamil) .[2] Pith of low density from this plant is used to make hats known as pith helmets or sola topis.

২) ভারতের প্রথম বিমান পরিসেবা কোন দুটি স্থানের মধ্যে চালু হয় ?

৩) আরব সাগরের রানী বলা হয় কোন বন্দরকে ?
কোচিন বন্দরকে 

৪) ভারতের দীর্ঘতম রেলপথ কোনটি ?
ডীব্রুগড় - কন্যাকুমারি , বিভেক এক্সপ্রেস , ৪২৮২ কিমি. 

৫) রেটুন পদ্ধতি কি ? এই পদ্ধতিতে কোন ফসলের চাষ করা হয় ?
প্রথমবার আখ গাছ ফসল হিসাবে কাটার পর আখের গোড়া থেকে যে চারা জন্মায় তাকে রেটুন বলে। ভারতে আখ রেটুন হিসাবে উৎপাদন করা হয় , এতে উৎপাদন খরচ ও সময় উভয়ই কম লাগে । 
৬) নদী সংক্রান্ত আলোচনাকে কি বলে ?

************************************* 

#MyGeoHelp -8. #Masud Rana Mia - X - 2018

# Dt: - 09/07/2018

১) ভারতের সবুজ নগর কাকে বলে ?
Ans:-  তামিলনাড়ুর চেন্নাই , গুজরাটের গান্ধীনগর , কর্ণাটকের মহীশূর । ২) ভারতের কমলালেবুর শহর কাকে বলে ? -Ans:- মহারাষ্ট্রের নাগপুরকে । ৩) কারেওয়া কি ? Ans:- কাশ্মীর উপত্যকার পলিমাটিকে বলে কারেওয়া । ৪) কারেওয়াজ কি ? ৫) কোন মাটিতে জাফরান চাষ ভালো হয় ? ৬) শিকড়  আলগা শিল্প কাকে বলে এবং কেন ? ৭ ) ভারতের কয়েকটি জলাশয়ের নাম লিখ ? ৮ ) আমেদাবাদ কে ম্যানচেষ্টার বলার কারন কি ? 

Wednesday, July 11, 2018

#MyGeoHelp -7. #Debasish Sarkar _ Others

#12/06/2018
Q. পর্যায়ন শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
Ans:- ভূ বিজ্ঞানী চেম্বারলিন ও স্যালিসব্যারি  | 
পর্যায়ন শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
পর্যায়ন শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
পর্যায়ন শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
পর্যায়ন শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
পর্যায়ন শব্দটি প্রথম কে ব্যবহার করেন?