Search by Your given Geography questions or by Your Name.
(তোমার নাম অথবা ভূগোলের প্রশ্ন লিখে উত্তর খুঁজে নাও)

Search This Blog

Friday, July 13, 2018

#MyGeoHelp -10. #Harun Al Rashid - X - 2018

#Dt:- 13/07/2018





১)রেটুন বলা হয় কোন ফসলের চারা গাছকে ?
 উত্তর ঃ- আখ
২) কোন শহর ভারতের 'মক্কা' নামে পরিচিত ?
উত্তর ঃ- কোলকাতা (ভারতীয় ফুটবলের মক্কা ) / সুরাট (বানিজ্য শহর)  / হায়দ্রাবাদ(মক্কা মসজিদ)
৩) কোন মৃত্তিকায় চুনের নিবিড় প্যান দেখা যায় ?
উত্তর ঃ- কৃষ্ণ মৃত্তিকা 
৪) ডুরিক্রাস্ট কোন মৃত্তিকার বৈশিষ্ট্য ?
 উত্তর ঃ- ল্যাটেরাইট  
৫) ধুয়াধর জলপ্রপাতটি কোন নদীর উপর অবিস্থিত ?
উত্তর ঃ- নর্মদা নদী 
৬) রেইন ওয়াটার হারভেস্টিং কী ?
উত্তর ঃ- সংরক্ষিত বৃষ্টির জলের সাহায্যে কৃষি কাজ করাকে বলা হয় রেইন ওয়াটার হারভেস্টিং । 
৭) উত্তর পূর্ব ভারতের পর্বত শ্রেণী গুলি কী নামে পরিচিত ? 
উত্তর ঃ- পূর্বাচল 
৮) বিস্তীর্ণ তুষার ক্ষেত্রের তুষার বিহীন শৃঙ্গ গুলিকে কী বলে ?
উত্তর ঃ-নুনাটক 
৯) কোন শিল্পকে ' শিল্পের শিল্প' বলা হয় ?
উত্তর ঃ-  মোটর গাড়ি শিল্প