Search by Your given Geography questions or by Your Name.
(তোমার নাম অথবা ভূগোলের প্রশ্ন লিখে উত্তর খুঁজে নাও)

Search This Blog

Wednesday, January 23, 2019

#MyGeoHelp -37. #Sayani Paul - 18/01/2019

1.প্রশ্নঃ- সার্কের পেছনে সূর্যের আলো ও তাপে হিমবাহ গলে র‍্যান্ডক্লাফট সৃষ্টি হয় । ( সত্য / মিথ্যা )
উত্তরঃ-সত্য  । 

2.প্রশ্নঃ-
দক্ষিণ- পূর্ব প্রশান্ত মহাসাগরে পেরু ও চিলি উপকূলের উষ্ণ স্রোত আসলে শীতকালে - লা-নিনা / এল নিনো / লিনা / লা নাদা উৎপন্ন করে ।
উত্তরঃ-এল নিনো । 
3.প্রশ্নঃ- সুইজারল্যান্ডকে জলবায়ুগত মরূদ্যানে পরিণত করেছে যে স্থানীয় বায়ু তা হল - ফন / চিনুক / সিরোক্কো / মিস্ট্রাল ।
উত্তরঃ- ফন । 
4.প্রশ্নঃ- মৌজা কী ?
উত্তরঃ- ক্ষুদ্রতম প্রশাসনিক এলাকা । 
5.প্রশ্নঃ- রিমোট সেন্সিং হল - উপগ্রহ চিত্র বিশ্লেষণ / ল্যান্ড ম্যাপ বিশ্লেষণ / মানচিত্র বিশ্লেষণ / মানচিত্র তৈরি ।
উত্তরঃ- উপগ্রহ চিত্র বিশ্লেষণ । 
6.প্রশ্নঃ- সিকিমের কোন গিরিপথ দ্বারা ভারত ও চীনের মধ্যে বানিজ্যিক আদান-প্রদান হয় ?
উত্তরঃ- নাথু লা ।
7.প্রশ্নঃ- .......কম্পোস্টিং............. হল প্রাকৃতিক উপায়ে জৈব পদার্থের বিয়োজন
উত্তরঃ- কম্পোস্টিং । 
8.প্রশ্নঃ- মালাবার কয়াল গুলি সৃষ্টি হয়েছে যে কারনে - মহীভাবক / গিরিজনি / সামুদ্রিক কাজের ফলে
উত্তরঃ- সামুদ্রিক কাজের ফলে । 
9.প্রশ্নঃ- পাদদেশীয় সমভূমিতে মোনাডনক দেখা যায় । ... সত্য / মিথ্যা । (পাদদেশীয় সমভূমি বা পেডিমেন্ট)
উত্তরঃ- সত্য । 
10.প্রশ্নঃ- টোপো মানচিত্রে সমোন্নতি রেখার রং হল - লাল / বাদামী / নীল / কালো ।
উত্তরঃ- বাদামী । 
11.প্রশ্নঃ- সকল টোপোগ্রাফিক্যাল মানচিত্রের স্কেল একই । ... সত্য / মিথ্যা
উত্তরঃ- মিথ্যা  । 
12.প্রশ্নঃ- ব্রডগেজে দুটি লাইনের মাঝে দূরত্ব কত ?
উত্তরঃ- ৫ ফুট ৬ ইঞ্চি ।  

13.প্রশ্নঃ- PSLV কী ?
উত্তরঃ- Polar Satellite Launch Vehicle .
14.প্রশ্নঃ- উপগ্রহ চিত্রের প্রাথমিক উপাদান হল .....পিক্সেল.....।
উত্তরঃ-
15.প্রশ্নঃ- উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোত আটলান্তিক মহাসাগরে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয় যার প্রভাবে সেটি হল - বানিজ্য বায়ু / পশ্চিমা বায়ু / মেরু বায়ু / মৌসুমি মায়ু ।
উত্তরঃ- বানিজ্য বায়ু । 
16.প্রশ্নঃ- একটি কৃত্রিম পোতাশ্রয় যুক্ত বন্দরের নাম কী ?
উত্তরঃ-  কলকাতা বন্দর , পারাদ্বীপ বন্দর ,  চেন্নাই বন্দর , নিউ ম্যাঙ্গালোর বন্দর
17.প্রশ্নঃ- সমুদ্রজলের লবনতা বাড়ে / কমে বৃষ্টিপাতের ফলে ... সত্য / মিথ্যা ।
উত্তরঃ- সত্য .
18.প্রশ্নঃ- লুনী নদীর উত্তরাংশের উপত্যকাকে বলে - থালি / রোহি / বাগার / হামাদা ।
উত্তরঃ- থালি . 
G. Mallik , 2019,P-191
 19.প্রশ্নঃ- বৈদ্যুতিক ডাক ব্যবস্থা বলা হয় - মোবাইল / পোষ্টকার্ড / রেডিও / ই মেল
উত্তরঃ- ই মেল ।
20.প্রশ্নঃ- মরু অঞ্চলে ক্ষয়ের নিম্নসীমা হল - ভৌমজল । ... শুদ্ধ / অশুদ্ধ ।
উত্তরঃ- শুদ্ধ . 
G. Mallik , 2019,P-191
21.প্রশ্নঃ- গৃহস্থালি হতে সর্বাধিক বর্জ্য নির্গত হয় শুদ্ধ / অশুদ্ধ ।
উত্তরঃ-  শুদ্ধ .
22.প্রশ্নঃ- পাট একটি অস্থানু শিল্প । শুদ্ধ / অশুদ্ধ ।
উত্তরঃ- শুদ্ধ .
23.প্রশ্নঃ- বায়ুতে জলীয় বাস্পের পরিমাণ বেশি হলে বায়ুর চাপ ........কম.........  হয় ।
উত্তরঃ- কম ।
24.প্রশ্নঃ- ভারতে নগরায়নের হার সবচেয়ে বেশি - তামিলনাড়ু / পশ্চিমবঙ্গ / মহারাষ্ট্র / উত্তর প্রদেশ ।
উত্তরঃ-
25.প্রশ্নঃ- ভারতের একটি ভূ সমলয় উপগ্রহ হল - IRS-1A ...
উত্তরঃ- সত্য ।
26.প্রশ্নঃ- সংক্রামক বর্জ্যের অন্যতম উৎস হল ...হসপিটাল... ।
উত্তরঃ- হসপিটাল । 
27.প্রশ্নঃ- বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উত্তরঃ- সাদভৌন শিখর / কালুমার শিখর । 

28.প্রশ্নঃ- দক্ষিণ গোলার্ধের একটি উষ্ণ মরুভূমি হল - সাহারা / কালাহারি / সোনেরান / থর ।
উত্তরঃ- কালাহারি . 
29.প্রশ্নঃ- সমুদ্রজলের যত শতাংশ উষ্ণ স্রোত রুপে প্রবাহিত হয় তা হল - ২০% / ৯০% / ২৫% / ১০% ।
উত্তরঃ-
30.প্রশ্নঃ- কোন পেট্রোরসায়ন সামগ্রী কার্পাস শিল্পের বিকল্প ?
উত্তরঃ-সিন্থেটিক ফাইবার । 
31.প্রশ্নঃ- ভারতের কোন অঞ্চলে স্থানান্তর কৃষি পরিলক্ষিত হয় ?
উত্তরঃ- উত্তর - পূর্বভারত
32.প্রশ্নঃ- ভারতের সঙ্গে শ্রীলঙ্কার মধ্যে বানিজ্য বন্দর কোনটি ?
উত্তরঃ-
33.প্রশ্নঃ- নদীগ্রাস কী (Stream capture)?
উত্তরঃ- কোন নদীর অধিক মস্তকক্ষয় দ্বারা একটি পরবর্তী নদী জলবিভাজিকার অপর দিকের দুর্বল পরবর্তী নদীর মধ্য দিয়ে অপর অনুগামী নদীকে গ্রাস করলে, তাকে নদীগ্রাস (River Capture / Stream Capture) বলে ।
34.প্রশ্নঃ- বর্ষা কালে বৃষ্টি পাতে ১০ দিনের বেশি বিরতি ঘটলে তাকে বলে - মৌসুমি প্রত্যাবর্তন / মৌসুমি ছেদ / মৌসুমি বিস্ফোরন / মৌসুমি ঝঞ্জা ।
উত্তরঃ- মৌসুমি ছেদ .
35.প্রশ্নঃ- সমুদ্র তরঙ্গের ফেচ হল - সমুদ্রের তরঙ্গের গভীরতা / সমুদ্রের উষ্ণতা / সমুদ্রের আয়তন / সমুদ্রের উন্মুক্ততা ।
উত্তরঃ- সমুদ্রের তরঙ্গের গভীরতা  । 
36.প্রশ্নঃ- বর্তমান ভারতে কয়টি শহরে মেট্রোরেল আছে ?
উত্তরঃ- ৭টি ( কলকাতা, চেন্নাই, দিল্লী, ব্যাঙ্গালোর, গুরগাঁও, মুম্বাই, জয়পুর ) । 
37.প্রশ্নঃ- পশ্চিম বঙ্গের একটি জাহাজ নির্মাণ শিল্পকেন্দ্রের নাম কী ?
উত্তরঃ- গার্ডেনরিচ ।
38.প্রশ্নঃ- কৃষি হল ......প্রাথমিক শ্রেনীর...... পেশা ।
উত্তরঃ- প্রাথমিক শ্রেনীর । 

#MyGeoHelp -36. #Sanchita Sarkar - 18/01/2019

1.প্রশ্নঃ- SOI প্রকাশিত সর্বশেষ টোপোমানচিত্রের R.F. স্কেল হল কত ?
উত্তরঃ- ১ঃ৫০০০০ .
2.প্রশ্নঃ- খোয়াই বেশি দেখা যায় কোন মৃত্তিকায় ?
উত্তরঃ- ল্যাটেরাইট । 
3.প্রশ্নঃ- আধুনিক শিল্প দানব নামে পরিচিত শিল্পটি কী ?
উত্তরঃ- পেট্রোরসায়ন শিল্প , ভারতের একটি আধুনিক শিল্প হল - তথ্যপ্রযুক্তি শিল্প , সব শিল্পের মূল বলা হয় - লৌহ-ইস্পাত শিল্প কে  । 
4.প্রশ্নঃ- গোমতী নদীর তীরে অবস্থিত একটি শহর হল কী ?
উত্তরঃ- লখনঊ / লক্ষ্ণৌ । 
5.প্রশ্নঃ- টোপো ম্যাপের উচ্চতা দেখাতে কোন রেখা ব্যবহার করা হয় ?
উত্তরঃ- বাদামী রংয়ের সমোন্নতি রেখা । 
উইকি 

6.প্রশ্নঃ- কোন নদীতে পাঞ্চেত বাঁধ অবস্থিত ?
উত্তরঃ- দামোদর নদীতে । 
7.প্রশ্নঃ- ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরন্য কোনটি ?
উত্তরঃ- ভিতরকণিকা। 
8.প্রশ্নঃ- বর্তমানে ভারতের কয়টি শহরে মেট্রোরেল আছে ?
উত্তরঃ- ৭ টি । 
9.প্রশ্নঃ- সমুদ্র তরঙ্গের উচ্চতা কী?
উত্তরঃ-  সমুদ্র তরঙ্গের শীর্ষ ও খাতের মধ্যবর্তী উল্লম্ব দূরত্বকে সমুদ্র তরঙ্গের উচ্চতা বলে ।  
উইকি



10.প্রশ্নঃ- বর্ষাকালে বৃষ্টিপাতে ১০ দিনের বেশি বিরতি ঘটলে তাকে কী বলে ?
উত্তরঃ- মৌসুমী ছেদ ৷
11.প্রশ্নঃ- ......চেন্নাই.....শহরকে ভারতের সবুজ নগর বলে ।
উত্তরঃ-
12.প্রশ্নঃ- হিমবাহে জিহ্বার মতো আকৃতিকে কী বলে ?
উত্তরঃ- স্নাউট ।  
13.প্রশ্নঃ- কোন পেট্রোরসায়ন সামগ্রী কার্পাস বস্তুর বিকল্প ?
উত্তরঃ- সিন্থেটিক ফাইবার ।
14.প্রশ্নঃ- INSAT কথাটির পুরো নাম কী ?
উত্তরঃ-  Indian National Satellite System
15.প্রশ্নঃ- সমুদ্রে জলের যত শতাংশ উষ্ণ স্রোত রুপে প্রবাহিত হয় - ২০%, ৯০%, ২৫%, ১০% ।
উত্তরঃ- 
16.প্রশ্নঃ- ভারতের কোন প্রতিবেশী  দেশের সীমারেখা সবচেয়ে বেশি - চীন/পাকিস্থান/নেপাল/বাংলাদেশ ।
উত্তরঃ- বাংলাদেশ । 
17.প্রশ্নঃ- ভিলাই লৌহ ইস্পাত যে দেশের সহায়তায় গড়ে উঠেছে তা হল - ব্রিটেন / জাপান/ সোভিয়েত রাশিয়া / জার্মানি ।
উত্তরঃ- সোভিয়েত রাশিয়া । 
18.প্রশ্নঃ- উৎস অঞ্চলে নদী অববাহিকার অংশকে কী বলে?
উত্তরঃ- ধারন অববাহিকা (Catchment Basin)। 
19.প্রশ্নঃ- ছত্তিশগড়ের দক্ষিণের অংশ হল - দন্ডকারন্য / গড়জাত পাহাড়/ বাঘেল খন্ড / রেওয়া মালভূমি ।
উত্তরঃ- দন্ডকারন্য (Subrata Das, T.N.N.M High School , 01/02/2019
20.প্রশ্নঃ- নালিক্ষয় কোন প্রকার মৃত্তিকা ক্ষয় সৃষ্টি করে ?
উত্তরঃ-
21.প্রশ্নঃ- শিল্পকার্য  যে স্তরের অর্থনৈতিক কাজ তা হল - প্রথম / দ্বিতীয় / তৃতীয় / চতুর্থ ।
উত্তরঃ- দ্বিতীয় । 
22.প্রশ্নঃ- কোন বায়ু "The Doctor" নামে পরিচিত ।
উত্তরঃ- হারমাট্টান  ।
23.প্রশ্নঃ- ভারতের সবচেয়ে বড় তথ্য প্রযুক্তি কোম্পানী হল - টি.সি.এস,/ উইপ্রো/ ইনফোসিস/ কগনিজেন্ট ।
উত্তরঃ- টি.সি.এস (Tata Consultancy Services)
24.প্রশ্নঃ- উচ্চতা বৃদ্ধি পেলে তাপমাত্রা ৬.৪ ডিগ্রি সেলসিয়াস প্রতি কিমিতে কমতে থাকে একে বলে - NLR / SALR / DALA .
উত্তরঃ- NLR (Normal Lapse Rate ) .  
25.প্রশ্নঃ- NEFR  এর সদর দপ্তর কোনটি ?
উত্তরঃ- Northeast Frontier Railway zone য়ের সদর দপ্তর গুয়াহাটির মালিগাওঁ য়ে অবস্থিত । 
26.প্রশ্নঃ- পেরিজির সাথে সিজিগির মিলনকে কী বলে ?
উত্তরঃ-
27.প্রশ্নঃ-সংযোজন কারী শিল্প বলা হয়  যে শিল্পকে তা হল - লৌহ ইস্পাত শিল্প / পেট্রো রসায়ন শিল্প / অটো মোবাইল / তথ্য প্রযুক্তি শিল্প ।
উত্তরঃ- অটো মোবাইল / মোটর গাড়ি নির্মাণ শিল্প । 

#MyGeoHelp -35. #Mahafuja Khatun - 22/01/2019

wiki
1.প্রশ্নঃ- লোহাচড়া দ্বীপটি কোন দেশে অবস্থিত ?
উত্তরঃ- ভারত । 
2.প্রশ্নঃ- ভারতের অরন্য গবেষণাগারটি কোথায় অবস্থিত ?
উত্তরঃ- দেরাদুন । 
3.প্রশ্নঃ- কোন দেশকে "The land of fiords" বলা হয় ?
উত্তরঃ- নরওয়ে । 
4.প্রশ্নঃ- কোন মহাসাগরে এল নিনো ও লা নিনোর প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরঃ- প্রশান্ত মহাসাগর । 

5.প্রশ্নঃ- Central Rice Research Institute কোথায় অবস্থিত ?
উত্তরঃ- কটক ।  
6.প্রশ্নঃ- কচ্ছ উপদ্বীপের লবণাক্ত জলাভূমির নাম কী ?
উত্তরঃ- রান / রন  । 
wiki 

7.প্রশ্নঃ-পৃথিবীর বৃহত্তম অপসারন গর্ত কী ?

উত্তরঃ- মিশরের কাতারা (Qattara) .
8.প্রশ্নঃ- ভারতের একটি পার্বত্য হিমবাহের নাম লিখ ?
উত্তরঃ- সিয়াচেন ।
9.প্রশ্নঃ- নেভে ও ফার্ন কী ?
উত্তরঃ- হালকা পেঁজা তুলোর মতো সদ্য পতিত তুষারকে বলা হয় নেভে । আর নেভের উপরে পুনরায় তুষার পাতের ফলে নীচের তুষারের দৃঢ়তা ও ঘনত্ব বৃদ্ধি পেলে তাকে ফার্ন বলে । 
10.প্রশ্নঃ- শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কী বলে?
উত্তরঃ- ক্যানিয়ন ।
11.প্রশ্নঃ- আফ্রিকার মরুভূমিতে প্লায়া হ্রদকে কী বলে ?
উত্তরঃ- শটস ।
12.প্রশ্নঃ- কারেওয়া মৃত্তিকা কোথায় দেখা যায় ?
উত্তরঃ- কাশ্মীর উপত্যকায় । 
 13.প্রশ্নঃ- ইতালির তাইবার বদ্বীপ কী প্রকৃতির ব-দ্বীপের উদাহরণ ?
উত্তরঃ- কাসপেট বদ্বীপ (Cuspate Delta)
14.প্রশ্নঃ- বিশ্বের দ্রুততম সমুদ্র স্রোত কোনটি ?
উত্তরঃ- ফ্লোরিডা স্রোত ( উপসাগরীয় স্রোত ) এবং আগুলহাস স্রোত । সমুদ্রস্রোতের প্রবাহ মাত্রা পরিমাপের একক হল Sv , এক Sv = 1 million m3/s . 
15.প্রশ্নঃ- ট্রাক ফারমিং( Turck farming ) কী ?
উত্তরঃ- মূলত ট্রাকে করে বহন করে দূরবর্তী বাজারে বিক্রির উদ্দেশ্যে এক বা একাধিক শস্য ও শাক - সবজি অত্যধিক পরিমাণে চাষবাস করা কেই বলা হয় ট্রাক ফারমিং । প্রথম দিকে এই ধরনের চাষ স্থানীয় বাজার ভিত্তিক ছিল । ব্রিটেন , ডেনমার্ক , বেলজিয়াম , জার্মানি , নেদারল্যান্ড এবং উত্তর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে এই প্রকার চাষের প্রচলন আছে ।এই পদ্ধতিতে উৎপাদিত ফসল গুলি যেমন - টমেটো, লেটুস, বাগ, বীট, ব্রোকলি, সেলেরি, মুদি, পেঁয়াজ, বাঁধাকপি, স্ট্রবেরি প্রভৃতি । 
16.প্রশ্নঃ- ভারতের গোলাপী ও কমলালেবুর শহরের নাম কী ?
উত্তরঃ- গোলাপী শহর -  জয়পুর ,কমলালেবুর শহর-  নাগপুর
17.প্রশ্নঃ- সদ্য পতিত হালকা পেঁজা তুলোর মতো তুষারকে কী বলে ?
উত্তরঃ- নেভে ।
18.প্রশ্নঃ- CAZRKI এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ- যোধপুর । 
19.প্রশ্নঃ- সু -স্থায়ী উন্নয়ন কাকে বলে ?
উত্তরঃ- পরবর্তী প্রজন্মের চাহিদার কথা মাথায় রেখে বর্তমান প্রজন্মের চাহিদা পূরন করার বিষয়ই সু-স্থায়ী উন্নয়ন নামে পরিচিত । 
20.প্রশ্নঃ- পৃথিবীর একটি অদৃশ্য দ্বীপ হল কী ? / একটি ভ্যানিশিং আইল্যান্ডের উদাহরন দাও ?
উত্তরঃ- লোহাচড়া দ্বীপ , ঘোড়ামারা দ্বীপ
21.প্রশ্নঃ- জোয়ার-ভাটার প্রত্যেকের স্থায়ীত্ব কাল প্রায় কত ?
উত্তরঃ- ৬ ঘন্টা । 
22.প্রশ্নঃ- দূর সংবেদন প্রক্রিয়ায় কিসের ব্যবহার বেশি ?
উত্তরঃ- প্রযুক্তির । 
23.প্রশ্নঃ- পৃথিবীর বিভিন্ন স্থানের সঠিক অবস্থান নির্ণয়ের জন্য ভারতে কোন উপগ্রহ ব্যবহার করা হয় ?
উত্তরঃ- IRNSS (Indian Regional Navigation Satellite System)
24.প্রশ্নঃ- নদীর জলবিভাজিকা লাভ বলতে কী বোঝায় ?
উত্তরঃ-
25.প্রশ্নঃ- আন্না বিমান বন্দরটি কোথায় অবস্থিত ?
উত্তরঃ- চেন্নাই । 
26.প্রশ্নঃ- পৃথিবী ও চাঁদের আকর্ষণ সূর্য অপেক্ষা কত গুন বেশি ?
উত্তরঃ- চাঁদের আকর্ষণ মান সূর্যের থেকে ২.২ গুণ বেশি । পৃথিবীতে চাঁদের আকর্ষণেই মূলত জোয়ারের সৃষ্টি হয়। কারণ চন্দ্র অপেক্ষা সূর্যের ভর বেশি হলেও অধিক দূরত্বের কারণে চাঁদের আকর্ষণ মান সূর্যের থেকে বেশি প্রাপ্ত হয়। 
27.প্রশ্নঃ- ভারতে প্রথম  সুতো কল গড়ে ওঠে হাওড়া জেলার কোথায় ?
উত্তরঃ- ঘুসুরি ......।।
28.প্রশ্নঃ- মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত শৃঙ্গকে কী বলে ?
উত্তরঃ- নুনাটক । 
29.প্রশ্নঃ- হিমবাহ দ্বারা বাহিত বৃহৎ ভিনদেশীয় প্রস্তরখন্ডকে কী বলে ?
উত্তরঃ-
30.প্রশ্নঃ- গোমতী নদীর তীরে অবস্থিত একটি শহর হল কী ?
উত্তরঃ- জৈনপুর, লক্ষ্ণৌ . 
31.প্রশ্নঃ- মারুতি উদ্যোগ লিমিটেড হরিয়ানা গুরগাওয়ে অবস্থিত । ( শুদ্ধ/ অশুদ্ধ)
উত্তরঃ- শুদ্ধ । 
32.প্রশ্নঃ- কৃষি ...প্রাথমিক শ্রেনীর... পেশা ।
উত্তরঃ- প্রাথমিক শ্রেনীর । 
33.প্রশ্নঃ- কে চলমান মহাদেশ তত্ত্ব প্রবর্তন করেন ?
উত্তরঃ- বিজ্ঞানী ওয়েগনার । 
34.প্রশ্নঃ- ভারতের বৃহত্তম মহানগরীটি হল .......দিল্লী....।(২০১৮ সাল )
উত্তরঃ- দিল্লী 
35.প্রশ্নঃ- একটি কৃত্রিম পোতাশ্রয়ের উদাহরন দাও ?
উত্তরঃ- কলকাতা বন্দর , পারাদ্বীপ বন্দর ,  চেন্নাই বন্দর , নিউ ম্যাঙ্গালোর বন্দর .
36.প্রশ্নঃ- প্রশান্ত মহাসাগরীয় বর্জ্য কী?
উত্তরঃ- প্রশান্ত মহাসাগরীয় সামুদ্রিক অবক্ষেপ । 
37.প্রশ্নঃ- প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে থাকে ....উচ্চচাপ....।
উত্তরঃ- উচ্চচাপ । 
38.প্রশ্নঃ- পর্যায়ন ধারনার প্রবক্তা কে ?
উত্তরঃ- G.K. Gilbert .
39.প্রশ্নঃ- PSLV কী ?
উত্তরঃ- Polar Satellite Launch Vehicle .
40.প্রশ্নঃ- ব্রডগেজে দুই লাইনের মধ্যে দূরত্ব কত ?
উত্তরঃ-  ৫ ফুট ৬ ইঞ্চি ।  
41.প্রশ্নঃ- SAIL এর পুরো নাম কী ?
উত্তরঃ-Steel Authority of India Limited 
42.প্রশ্নঃ- মৌজা কী ?
উত্তরঃ- ক্ষুদ্রতম প্রশাসনিক অঞ্চল । 
43.প্রশ্নঃ- প্যাসিভ গারবেজ কী ?
উত্তরঃ- প্রশান্ত মহাসাগরীয় সামুদ্রিক আবর্জনার অবক্ষেপ ।
44.প্রশ্নঃ- ....খালের মাধ্যমে.... জলসেচ পদ্ধতি সাধারনত উত্তর ভারতে ব্যবহৃত হয় ।
উত্তরঃ- খালের মাধ্যমে (Subrata Das, T.N.N.M High School) . 
45.প্রশ্নঃ- G.I.S. কী ?
উত্তরঃ- Geographical Information System . 
46.প্রশ্নঃ- SOI এর পুরো নাম কী ?
উত্তরঃ- Survey of India
47.প্রশ্নঃ- গ্রেট গ্রীন ওয়াল কী ?
উত্তরঃ- সাহারা মরুভূমির সম্প্রসারণ রোধ করতে যে বনভুমি গড়ে তোলা হয়েছে সেটি গ্রিন ওয়াল নামে পরিচিত । 
48.প্রশ্নঃ- ভারতের দুটি আগ্নেয়গিরির নাম কী ?
উত্তরঃ- নারকোনডাম , ব্যারেন । 
49.প্রশ্নঃ- G.A.P. কী ? এর উদ্দেশ্য কী?
উত্তরঃ- GAP এর পুরো নাম Ganga Action Plan  । মূলত গঙ্গা নদীকে দূষন মুক্ত করতে ১৯৮৬ সালে ''গঙ্গা অ্যাকশান প্ল্যান'' প্রকল্পটি প্রথম শুরু করা হয় এবং ১৯৯৫ সালে এর দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয় । 
উদ্দেশ্য ঃ- গঙ্গা অ্যাকশন প্ল্যানের উদ্দেশ্য গুলি নিম্নরূপ - ১) গঙ্গা নদীর পাশাপাশি গড়ে ওঠা শহরগুলির পয়ঃপ্রণালীর  জল পরিশোধন করে গঙ্গায় ফেলার ব্যবস্থা করা । ২) দূষিত জল যাতে সরাসরি গঙ্গায় না পড়ে, তার জন্য গভীর নজরদারির ব্যবস্থা গ্রহন করা । ৩) গঙ্গা নদীর জলপ্রবাহ যাতে সারাবছর বজায় থাকে তার ব্যবস্থা করা হয়েছে । ৪) গঙ্গা নদীর তীরে যে কোনো ইটভাটা জাতীয় কারখানা যাতে গড়ে উঠতে না পারে সে বিষয়ে নজর রাখা হচ্ছে । ৫) গঙ্গার পাড়ে অবস্থিত কারখানা গুলি যাতে নোংরা জল ও বর্জ্য নদীতে না ফেলে তার জন্য সজাগ নজরদারির ব্যবস্থা করা হয়েছে । 
50.প্রশ্নঃ- কোন মাটির স্থানীয় নাম মোরাম ?
উত্তরঃ- ল্যাটেরাইট .
51.প্রশ্নঃ- 73A/15  কোন স্কেলের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের উদাহরন ?
উত্তরঃ- ১ঃ৫০০০০ . 
52.প্রশ্নঃ- বিউফোর্ট স্কেল কী ?
উত্তরঃ- বায়ুর শক্তিমাত্রা নির্নায়ক স্কেল .

53.প্রশ্নঃ- অলাকানন্দা কিসের মিলিত প্রবাহ ?
উত্তরঃ-

54.প্রশ্নঃ- G.P.S. কী ?
উত্তরঃ- Global Positioning System . 
55.প্রশ্নঃ- 64D সূচক ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের RF কত ?
উত্তরঃ- ১ঃ ২৫০০০০ . 
56.প্রশ্নঃ- র‍্যাভাইন কী ?
উত্তরঃ- গভীর ঢাল বিশিষ্ট সংকীর্ন নদী উপত্যকা ।  
57.প্রশ্নঃ- মৌসুমি শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?
উত্তরঃ- ব্রিটিশ আমলে এই শব্দটিকে প্রথমে ভারতে ইংরেজিতে "মনসুন" হিসাবে ব্যবহার করা হয়।
58.প্রশ্নঃ-মহাকাশে উপগ্রহ গুলি কী ভাবে নির্দিষ্ট অক্ষে ও নির্দিষ্ট স্থানে ভেসে থাকে ?
উত্তরঃ-
প্রশ্নঃ-মানচিত্রে অবস্থান নির্দেশ কর । - কাশ্মীর উপত্যকা , কাথিওয়ার উপদ্বীপ , গীর অরন্য ।
# কাশ্মীর উপত্যকা
Google- # কাথিয়াবাড় উপদ্বীপ অঞ্চলটি সৌরাষ্ট্র নামেও পরিচিত  #গির অরন্য 



#MyGeoHelp -34. #Amina Khatun - 08/01/2019

উইকি - জিওষ্টেশনারী উপগ্রহ
1.প্রশ্নঃ- জিওষ্টেশনারী উপগ্রহ কী ?
উত্তরঃ- যে উপগ্রহ গুলি পৃথিবীর আবর্তনের সাথে তাল মিলিয়ে ২৪ ঘন্টায় পৃথিবীকে ১ বার পূর্ণ পরিক্রমণ করে তথ্য সংগ্রহের কাজ করে চলেছে সে গুলি ভূ-সমলয় উপগ্রহ বা Geo-Stationary Satellite নামে পরিচিত । যেমন- বাশিয়ার GOMs, ভারতের INSAT প্রভৃতি । 
2.প্রশ্নঃ- GAP কী ? এর উদ্দেশ্য গুলি কী কী ?
উত্তরঃ- GAP এর পুরো নাম Ganga Action Plan  । মূলত গঙ্গা নদীকে দূষন মুক্ত করতে ১৯৮৬ সালে ''গঙ্গা অ্যাকশান প্ল্যান'' প্রকল্পটি প্রথম শুরু করা হয় এবং ১৯৯৫ সালে এর দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয় । 

উদ্দেশ্য ঃ- গঙ্গা অ্যাকশন প্ল্যানের উদ্দেশ্য গুলি নিম্নরূপ - ১) গঙ্গা নদীর পাশাপাশি গড়ে ওঠা শহরগুলির পয়ঃপ্রণালীর  জল পরিশোধন করে গঙ্গায় ফেলার ব্যবস্থা করা । ২) দূষিত জল যাতে সরাসরি গঙ্গায় না পড়ে, তার জন্য গভীর নজরদারির ব্যবস্থা গ্রহন করা । ৩) গঙ্গা নদীর জলপ্রবাহ যাতে সারাবছর বজায় থাকে তার ব্যবস্থা করা হয়েছে । ৪) গঙ্গা নদীর তীরে যে কোনো ইটভাটা জাতীয় কারখানা যাতে গড়ে উঠতে না পারে সে বিষয়ে নজর রাখা হচ্ছে । ৫) গঙ্গার পাড়ে অবস্থিত কারখানা গুলি যাতে নোংরা জল ও বর্জ্য নদীতে না ফেলে তার জন্য সজাগ নজরদারির ব্যবস্থা করা হয়েছে । 
3.প্রশ্নঃ-  জলপ্রপাত উৎসের দিকে সরে যায় কেন ?
উত্তরঃ- নদীর গতি পথে কঠিন ও কোমল শিলা পাশাপাশি অবস্থান করলে কোমল শিলা ক্ষয় প্রাপ্ত হয়ে জলপ্রপাত ও প্রপাতকূপের সৃষ্টি হয় এবং নিম্ন অংশের কোমল শিলা ক্ষয় হওয়ায় কারনে ঊর্ধ্ব অংশের কঠিন শিলাস্তূপ ভেঙ্গে গিয়ে জলপ্রপাতের পশ্চাদমুখী স্থান পরিবর্তন হয় বা জলপ্রপাত উৎসের দিকে সরে যায় ।

4.প্রশ্নঃ- দূর সংবেদনের সুবিধা ও আসুবিধা লিখ ?
উত্তরঃ- মহাশূন্য বা দূর থেকে কোন বস্তু বা বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ ও বিচার বিশ্লেষণ করার পদ্ধতিই হল দূর সংবেদন ব্যবস্থা । 
সুবিধাঃ- এই ব্যবস্থার সুবিধা গুলি নিম্ন রূপ - ১) কোন বস্তু বা বিষয়ের সংস্পর্শে না এসেও দূর থেকে ঐ বস্তু বা বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করা ২) স্বল্প সময়ে বিস্তীর্ণ অঞ্চলের তথ্য সংগ্রহ করতে পারা । ৩) দুর্গম অঞ্চলের তথ্য সহজে পাওয়া যায় । ৪) সংগ্রহীত তথ্যের সত্যতা নিখুত থাকে । ৫) Digital আকারে প্রাপ্ত তথ্য গুলি সহজেই বিশ্লেষণ করা সম্ভব । প্রভৃতি । 
অসুবিধাঃ- দূর সংবেদন ব্যবস্থার অসুবিধা গুলি নিম্নরূপঃ- ১) প্রযুক্তি ব্যতীত তথ্য সংগ্রহ সম্ভব নয় ২) তথ্য সংগ্রহের জন্য প্রজুক্তিগত এককালীন অর্থ ব্যয়ের পরিমাণ অনেক বেশি । ৩) এই ব্যবস্থায় শুধুমাত্র ১টি বা ২টি তথ্য সংগ্রহ করা সম্ভব নয় । ৪) অনেক সময় অপ্রয়োজনীয় তথ্যের পরিমাণ অনেক বেশি থাকে বলে কাঙ্খিত তথ্য পেতে অসুবিধা হয় । ৫) তথ্য বিশ্লেষণে প্রযুক্তি ও জ্ঞানের প্রয়োজন আছে । প্রভৃতি ।  

5.প্রশ্নঃ-  Cherry Blossom কী ?
উত্তরঃ- কর্ণাটকের আম্রবৃষ্টি বা প্রাক মৌসুমি বৃষ্টি । 
6.প্রশ্নঃ-  আধুনিক যোগাযোগ ব্যাবস্থার মাধ্যম হিসাবে SMS য়ের দুটি গুরুত্ব লিখ ?
উত্তরঃ- আধুনিক যোগাযোগ ব্যাবস্থার মাধ্যম হিসাবে Short Message Service বা SMS য়ের গুরুত্ব গুলি নিম্নরূপ -ক) অতিসহজে ও দ্রুত এক মোবাইল থেকে এক বা একাধিক মোবাইলে সংক্ষিপ্ত আকারে তথ্য প্রেরন করা । 
খ) এই পরিষেবা গ্রহনের খরচ খুব কম । 
গ) যে কোন সময় তথ্য প্রদান ও গ্রহন করা যায় । প্রভৃতি । 
7.প্রশ্নঃ-  ধূসর বর্ণালী চিত্র ও বহু বর্ণালী চিত্রের তুলনা কর?
উত্তরঃ-
8.প্রশ্নঃ-  বর্জ্য ব্যবস্থাপনায় 3R য়ের ভূমিকা লিখ ?
উত্তরঃ- পরিবেশের স্বাভাবিক ও সুস্থতা বজায় রাখতে বর্জ্য ব্যবস্থাপনা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় । বর্জ্য ব্যবস্থাপনায় 3R বা  Reduce (বর্জ্যের পরিমাণ হ্রাস), Reuse (পুনর্ব্যবহার), এবং  Recycle(পুনর্নবীকরণ)  য়ের ভূমিকা নিম্নরূপ - a) Reduce (বর্জ্যের পরিমাণ হ্রাস):- বর্জ্য ব্যবস্থাপনার মূল লক্ষ্য হল কম বর্জ্য উৎপাদন করা । b) Reuse (পুনর্ব্যবহার):- পরিত্যক্ত উপাদান গুলি অন্য কোন কাজে পূনরায় ব্যবহার করে বর্জ্যের পরিমাণ হ্রাস করা । c) Recycle(পুনর্নবীকরণ) :- পরিত্যক্ত উপাদান গুলি শোধন ও প্রক্রিয়াকরন করে পূনরায় ব্যবহার করে বর্জ্যের পরিমাণ হ্রাস করা ।
9.প্রশ্নঃ-  Agro - Forestry বলতে কী বোঝ ?
উত্তরঃ- কোন কৃষিকাজে বৈচিত্র্যপূর্ণ ও লাভজনক উৎপাদনের লক্ষে কৃষি জমির সর্বাত্মক ব্যবহার করে শস্য ও পশু খাদ্য উৎপাদনের পাশাপাশি বৃক্ষ ও গুল্ম জাতীয় বৃক্ষ রোপণ করা হলে তাকেই বলা হয় Agro - Forestry
10.প্রশ্নঃ- আউট - সোরসিং কী ?
উত্তরঃ- ইন্টারনেটের মাধ্যমে যখন কোন দেশের যে কোন ব্যক্তি বা কোম্পানী তাদের কোন কাজ অন্য দেশের কোন ব্যক্তি বা কোম্পানীকে দিয়ে করিয়ে নেয় , তাকেই বলে Out Sourcing .
Source1, Source2
11.প্রশ্নঃ- মানব - জমি অনুপাত (Man - Land Ratio) কী ?
উত্তরঃ- কোন অঞ্চলের মোট জনসংখ্যাকে ঐ অঞ্চলের মোট কার্যকর জমির পরিমাণ দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় তাকেই বলা হয় মানব - জমি অনুপাত । মানুষ-জমি অনুপাত = (মোট জনসংখ্যা / মোট কার্যকর জমি) । এটি কোন অঞ্চলের সম্পদের প্রাচুর্য ও স্বল্পতার সূচক ।
12.প্রশ্নঃ-  র‍্যাভাইন কী ?
উত্তরঃ- গভীর ঢাল বিশিষ্ট সংকীর্ন নদী উপত্যকা ।  
13.প্রশ্নঃ- দৃশ্যমান তরঙ্গ কী?
উত্তরঃ- মানুষের চোখ  ৩৮০ থেকে ৭৫০ ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের  আলোক বর্ণালি চিহ্নিত করতে পারে বলে একে দৃশ্যমান তরঙ্গ বলা হয় । 

#MyGeoHelp -33. #Rahen Mia

1.প্রশ্নঃ-  ভারতের চিনির পাত্র বলা হয় কাকে ?
 উত্তরঃ- উত্তরপ্রদেশ । 
2.প্রশ্নঃ-  ভূ- বৈচিত্র্যসূচক মানচিত্রের স্কেল কত?
 উত্তরঃ- ১ঃ ৫০০০০ .
3.প্রশ্নঃ-  কীসের মধ্য দিয়ে দূষিত জল চালনা করলে রং ও গন্ধের শোধন করা হয় ?
 উত্তরঃ-
4.প্রশ্নঃ-  ভারতের কোন শহরে ডিজেল ইঞ্জিন নির্মাণ কারখানা অবস্থিত ?
উত্তরঃ- উত্তরপ্রদেশের বারাণসী ।
5.প্রশ্নঃ-  ভারতের ক্ষুদ্রতম প্রশাসনিক একক কী ?
 উত্তরঃ- মৌজা । 
6.প্রশ্নঃ- ব্রডগেজে দুটি লাইনের মধ্যে দূরত্ব কত?
উত্তরঃ- ৫ ফুট ৬ ইঞ্চি ।  
7.প্রশ্নঃ- PSLV কী ?
উত্তরঃ-  Polar Satellite Launch Vehicle . 

#MyGeoHelp -32. #Roman Uddin Islam - 20/12/2018

1.প্রশ্নঃ- ভারতের বৃহত্তম ব্যাকওয়াটার হল কী ?
উত্তরঃ- ভেম্বানাদ । 
2.প্রশ্নঃ- ভারতের কোন উপকূলে থেরিস দেখা যায় ? 
উত্তরঃ-  মালাবার । 
4.প্রশ্নঃ- ভারতের প্রথম যন্ত্র নির্ভর কাপড়ের কল কোথায় স্থাপিত হয় ?
উত্তরঃ-  ঘুসুড়ি । 
5.প্রশ্নঃ- IMD এর পুরো নাম কী ?
উত্তরঃ-  India Meteorological Department
6.প্রশ্নঃ- FSI  য়ের সদর দপ্তর কোথায় অবস্থিত ? 
উত্তরঃ- দেরাদুন । 
7.প্রশ্নঃ- ১৯০৫ সালে ব্রিটেনে কিসের প্রভাবে অনেক মানুষ প্রান হারান ? 
উত্তরঃ- 

Tuesday, January 22, 2019

#MyGeoHelp -31. #DHITIRUP - 22/01/2019

1.প্রশ্নঃ- কারেওয়াতে কোন চাষ হয়?
উত্তরঃ-  জাফরান

#MyGeoHelp -30. #সাদ্দাম শাহ - 19/01/2019

1.প্রশ্নঃ- জলপ্রপাতের পশ্চাদাপসরন কি?
উত্তরঃ- নদীর গতি পথে কঠিন ও কোমল শিলা পাশাপাশি অবস্থান করলে কোমল শিলা ক্ষয় প্রাপ্ত হয়ে জলপ্রপাত ও প্রপাতকূপের সৃষ্টি হয় এবং নিম্ন অংশের কোমল শিলা ক্ষয় হওয়ায় কারনে ঊর্ধ্ব অংশের কঠিন শিলাস্তূপ ভেঙ্গে গিয়ে জলপ্রপাতের পশ্চাদমুখী স্থান পরিবর্তনকেই বলা হয় জলপ্রপাতের পশ্চাদাপসরন ।
(Source1)

#MyGeoHelp -29. #Saddam Shah - 14/01/2019

1.প্রশ্নঃ-  গ্রিন ওয়াল কী ?
উত্তরঃ- সাহারা মরুভূমির সম্প্রসারণ রোধ করতে যে বনভুমি গড়ে তোলা হয়েছে সেটি গ্রিন ওয়াল নামে পরিচিত । 

#MyGeoHelp -28. #Bapan - 07/01/2019

1.প্রশ্নঃ- মানচিত্র অভিক্ষেপ কি?
উত্তরঃ-সমগ্র পৃথিবী বা পৃথিবীর কোন ক্ষুদ্র অংশকে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা বিশিষ্ট কোন সমতল ক্ষেত্রে  বা বিকাশ (developable surface) যোগ্য তলে প্রদর্শন করাকে বলা হয় মানচিত্র অভিক্ষেপ। 

#MyGeoHelp -27. #Mohit Routh - 23/12/2018

1.প্রশ্নঃ- ভারতের নবীনতম রাজ্য কোনটি?
উত্তরঃ- তেলেঙ্গানা । 

#MyGeoHelp -26. #Roman Uddin Islam - X- 2018


1.প্রশ্নঃ- সবুজ রসায়ন বলতে কী বোঝ ?
উত্তরঃ- সবুজ রসায়ন হলো রসায়নের একটি শাখা যাতে কম পরিবেশ দূষণ করে এবং 
ঝুঁকি হ্রাস করে এমন রাসায়নিক প্রক্রিয়া বা উৎপাদন-পদ্ধতি নিয়ে গবেষণা হয়।
 কার্যত: 'সবুজ রসায়ন' এমন একটি গবেষণাদর্শন যার উদ্দেশ্য এমন রাসায়নিক 
পদ্ধতির উদ্ভাবন ও অবলম্বন করা যাতে শিল্পজাত বর্জ্যের পরিমাণ হ্রাস পায়, ঝুকিঁপূর্ণ 
রাসায়নিক পদার্থের ব্যবহার হ্রাস পায় এবং শক্তির অপচয় হ্রাস পায়।এটি রসায়নের
 একটি নবতর শাখা। এর লক্ষ্য মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ উপাদান বর্জিত পণ্য ও 
পদ্ধতি আবিষ্কার।এটি পরিবেশ রসায়ন থেকে ভিন্ন। (Source1)
2.প্রশ্নঃ- বেলোর্মি কী? 
উত্তরঃ- সমুদ্রের বিরাট ঢেউ বা জলোচ্ছ্বাস । 
3.প্রশ্নঃ- দক্ষিণের ধানের ভান্ডার কাকে বলে ?
উত্তরঃ- তামিলনাডুর কাবেরী নদীর বদ্বীপ
4.প্রশ্নঃ- ERTS এর পুরো নাম কী ?
উত্তরঃ- Earth Resources Technology Satellite , Source:1
5.প্রশ্নঃ- মীনাবক্কম আন্তর্জাতিক বিমান বন্দর ...চেন্নাই.. তে অবস্থিত ?
6.প্রশ্নঃ- সার্ক বা করি কে নরওয়েতে কী বলে ?
উত্তরঃ-  বটন (Botn) (Source- Dr.Partha Basu -P-217)
7.প্রশ্নঃ- Hard Pan দেখা যায় ....পডজল... মাটিতে ৷
8.প্রশ্নঃ- Rag Picker রর্যযাগ পিকার কাকে বলে ?
উত্তরঃ- শহরাঞ্চলের বর্জ্য সংগ্রাহক । 
9.প্রশ্নঃ- "রামধনু বিপ্লব " জড়িত -  
উত্তরঃ-  নতুন কৃষি  নীতি -র সাথে ।