Search by Your given Geography questions or by Your Name.
(তোমার নাম অথবা ভূগোলের প্রশ্ন লিখে উত্তর খুঁজে নাও)

Search This Blog

Wednesday, January 23, 2019

#MyGeoHelp -37. #Sayani Paul - 18/01/2019

1.প্রশ্নঃ- সার্কের পেছনে সূর্যের আলো ও তাপে হিমবাহ গলে র‍্যান্ডক্লাফট সৃষ্টি হয় । ( সত্য / মিথ্যা )
উত্তরঃ-সত্য  । 

2.প্রশ্নঃ-
দক্ষিণ- পূর্ব প্রশান্ত মহাসাগরে পেরু ও চিলি উপকূলের উষ্ণ স্রোত আসলে শীতকালে - লা-নিনা / এল নিনো / লিনা / লা নাদা উৎপন্ন করে ।
উত্তরঃ-এল নিনো । 
3.প্রশ্নঃ- সুইজারল্যান্ডকে জলবায়ুগত মরূদ্যানে পরিণত করেছে যে স্থানীয় বায়ু তা হল - ফন / চিনুক / সিরোক্কো / মিস্ট্রাল ।
উত্তরঃ- ফন । 
4.প্রশ্নঃ- মৌজা কী ?
উত্তরঃ- ক্ষুদ্রতম প্রশাসনিক এলাকা । 
5.প্রশ্নঃ- রিমোট সেন্সিং হল - উপগ্রহ চিত্র বিশ্লেষণ / ল্যান্ড ম্যাপ বিশ্লেষণ / মানচিত্র বিশ্লেষণ / মানচিত্র তৈরি ।
উত্তরঃ- উপগ্রহ চিত্র বিশ্লেষণ । 
6.প্রশ্নঃ- সিকিমের কোন গিরিপথ দ্বারা ভারত ও চীনের মধ্যে বানিজ্যিক আদান-প্রদান হয় ?
উত্তরঃ- নাথু লা ।
7.প্রশ্নঃ- .......কম্পোস্টিং............. হল প্রাকৃতিক উপায়ে জৈব পদার্থের বিয়োজন
উত্তরঃ- কম্পোস্টিং । 
8.প্রশ্নঃ- মালাবার কয়াল গুলি সৃষ্টি হয়েছে যে কারনে - মহীভাবক / গিরিজনি / সামুদ্রিক কাজের ফলে
উত্তরঃ- সামুদ্রিক কাজের ফলে । 
9.প্রশ্নঃ- পাদদেশীয় সমভূমিতে মোনাডনক দেখা যায় । ... সত্য / মিথ্যা । (পাদদেশীয় সমভূমি বা পেডিমেন্ট)
উত্তরঃ- সত্য । 
10.প্রশ্নঃ- টোপো মানচিত্রে সমোন্নতি রেখার রং হল - লাল / বাদামী / নীল / কালো ।
উত্তরঃ- বাদামী । 
11.প্রশ্নঃ- সকল টোপোগ্রাফিক্যাল মানচিত্রের স্কেল একই । ... সত্য / মিথ্যা
উত্তরঃ- মিথ্যা  । 
12.প্রশ্নঃ- ব্রডগেজে দুটি লাইনের মাঝে দূরত্ব কত ?
উত্তরঃ- ৫ ফুট ৬ ইঞ্চি ।  

13.প্রশ্নঃ- PSLV কী ?
উত্তরঃ- Polar Satellite Launch Vehicle .
14.প্রশ্নঃ- উপগ্রহ চিত্রের প্রাথমিক উপাদান হল .....পিক্সেল.....।
উত্তরঃ-
15.প্রশ্নঃ- উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোত আটলান্তিক মহাসাগরে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয় যার প্রভাবে সেটি হল - বানিজ্য বায়ু / পশ্চিমা বায়ু / মেরু বায়ু / মৌসুমি মায়ু ।
উত্তরঃ- বানিজ্য বায়ু । 
16.প্রশ্নঃ- একটি কৃত্রিম পোতাশ্রয় যুক্ত বন্দরের নাম কী ?
উত্তরঃ-  কলকাতা বন্দর , পারাদ্বীপ বন্দর ,  চেন্নাই বন্দর , নিউ ম্যাঙ্গালোর বন্দর
17.প্রশ্নঃ- সমুদ্রজলের লবনতা বাড়ে / কমে বৃষ্টিপাতের ফলে ... সত্য / মিথ্যা ।
উত্তরঃ- সত্য .
18.প্রশ্নঃ- লুনী নদীর উত্তরাংশের উপত্যকাকে বলে - থালি / রোহি / বাগার / হামাদা ।
উত্তরঃ- থালি . 
G. Mallik , 2019,P-191
 19.প্রশ্নঃ- বৈদ্যুতিক ডাক ব্যবস্থা বলা হয় - মোবাইল / পোষ্টকার্ড / রেডিও / ই মেল
উত্তরঃ- ই মেল ।
20.প্রশ্নঃ- মরু অঞ্চলে ক্ষয়ের নিম্নসীমা হল - ভৌমজল । ... শুদ্ধ / অশুদ্ধ ।
উত্তরঃ- শুদ্ধ . 
G. Mallik , 2019,P-191
21.প্রশ্নঃ- গৃহস্থালি হতে সর্বাধিক বর্জ্য নির্গত হয় শুদ্ধ / অশুদ্ধ ।
উত্তরঃ-  শুদ্ধ .
22.প্রশ্নঃ- পাট একটি অস্থানু শিল্প । শুদ্ধ / অশুদ্ধ ।
উত্তরঃ- শুদ্ধ .
23.প্রশ্নঃ- বায়ুতে জলীয় বাস্পের পরিমাণ বেশি হলে বায়ুর চাপ ........কম.........  হয় ।
উত্তরঃ- কম ।
24.প্রশ্নঃ- ভারতে নগরায়নের হার সবচেয়ে বেশি - তামিলনাড়ু / পশ্চিমবঙ্গ / মহারাষ্ট্র / উত্তর প্রদেশ ।
উত্তরঃ-
25.প্রশ্নঃ- ভারতের একটি ভূ সমলয় উপগ্রহ হল - IRS-1A ...
উত্তরঃ- সত্য ।
26.প্রশ্নঃ- সংক্রামক বর্জ্যের অন্যতম উৎস হল ...হসপিটাল... ।
উত্তরঃ- হসপিটাল । 
27.প্রশ্নঃ- বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উত্তরঃ- সাদভৌন শিখর / কালুমার শিখর । 

28.প্রশ্নঃ- দক্ষিণ গোলার্ধের একটি উষ্ণ মরুভূমি হল - সাহারা / কালাহারি / সোনেরান / থর ।
উত্তরঃ- কালাহারি . 
29.প্রশ্নঃ- সমুদ্রজলের যত শতাংশ উষ্ণ স্রোত রুপে প্রবাহিত হয় তা হল - ২০% / ৯০% / ২৫% / ১০% ।
উত্তরঃ-
30.প্রশ্নঃ- কোন পেট্রোরসায়ন সামগ্রী কার্পাস শিল্পের বিকল্প ?
উত্তরঃ-সিন্থেটিক ফাইবার । 
31.প্রশ্নঃ- ভারতের কোন অঞ্চলে স্থানান্তর কৃষি পরিলক্ষিত হয় ?
উত্তরঃ- উত্তর - পূর্বভারত
32.প্রশ্নঃ- ভারতের সঙ্গে শ্রীলঙ্কার মধ্যে বানিজ্য বন্দর কোনটি ?
উত্তরঃ-
33.প্রশ্নঃ- নদীগ্রাস কী (Stream capture)?
উত্তরঃ- কোন নদীর অধিক মস্তকক্ষয় দ্বারা একটি পরবর্তী নদী জলবিভাজিকার অপর দিকের দুর্বল পরবর্তী নদীর মধ্য দিয়ে অপর অনুগামী নদীকে গ্রাস করলে, তাকে নদীগ্রাস (River Capture / Stream Capture) বলে ।
34.প্রশ্নঃ- বর্ষা কালে বৃষ্টি পাতে ১০ দিনের বেশি বিরতি ঘটলে তাকে বলে - মৌসুমি প্রত্যাবর্তন / মৌসুমি ছেদ / মৌসুমি বিস্ফোরন / মৌসুমি ঝঞ্জা ।
উত্তরঃ- মৌসুমি ছেদ .
35.প্রশ্নঃ- সমুদ্র তরঙ্গের ফেচ হল - সমুদ্রের তরঙ্গের গভীরতা / সমুদ্রের উষ্ণতা / সমুদ্রের আয়তন / সমুদ্রের উন্মুক্ততা ।
উত্তরঃ- সমুদ্রের তরঙ্গের গভীরতা  । 
36.প্রশ্নঃ- বর্তমান ভারতে কয়টি শহরে মেট্রোরেল আছে ?
উত্তরঃ- ৭টি ( কলকাতা, চেন্নাই, দিল্লী, ব্যাঙ্গালোর, গুরগাঁও, মুম্বাই, জয়পুর ) । 
37.প্রশ্নঃ- পশ্চিম বঙ্গের একটি জাহাজ নির্মাণ শিল্পকেন্দ্রের নাম কী ?
উত্তরঃ- গার্ডেনরিচ ।
38.প্রশ্নঃ- কৃষি হল ......প্রাথমিক শ্রেনীর...... পেশা ।
উত্তরঃ- প্রাথমিক শ্রেনীর ।