Search by Your given Geography questions or by Your Name.
(তোমার নাম অথবা ভূগোলের প্রশ্ন লিখে উত্তর খুঁজে নাও)

Search This Blog

Tuesday, January 22, 2019

#MyGeoHelp -26. #Roman Uddin Islam - X- 2018


1.প্রশ্নঃ- সবুজ রসায়ন বলতে কী বোঝ ?
উত্তরঃ- সবুজ রসায়ন হলো রসায়নের একটি শাখা যাতে কম পরিবেশ দূষণ করে এবং 
ঝুঁকি হ্রাস করে এমন রাসায়নিক প্রক্রিয়া বা উৎপাদন-পদ্ধতি নিয়ে গবেষণা হয়।
 কার্যত: 'সবুজ রসায়ন' এমন একটি গবেষণাদর্শন যার উদ্দেশ্য এমন রাসায়নিক 
পদ্ধতির উদ্ভাবন ও অবলম্বন করা যাতে শিল্পজাত বর্জ্যের পরিমাণ হ্রাস পায়, ঝুকিঁপূর্ণ 
রাসায়নিক পদার্থের ব্যবহার হ্রাস পায় এবং শক্তির অপচয় হ্রাস পায়।এটি রসায়নের
 একটি নবতর শাখা। এর লক্ষ্য মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ উপাদান বর্জিত পণ্য ও 
পদ্ধতি আবিষ্কার।এটি পরিবেশ রসায়ন থেকে ভিন্ন। (Source1)
2.প্রশ্নঃ- বেলোর্মি কী? 
উত্তরঃ- সমুদ্রের বিরাট ঢেউ বা জলোচ্ছ্বাস । 
3.প্রশ্নঃ- দক্ষিণের ধানের ভান্ডার কাকে বলে ?
উত্তরঃ- তামিলনাডুর কাবেরী নদীর বদ্বীপ
4.প্রশ্নঃ- ERTS এর পুরো নাম কী ?
উত্তরঃ- Earth Resources Technology Satellite , Source:1
5.প্রশ্নঃ- মীনাবক্কম আন্তর্জাতিক বিমান বন্দর ...চেন্নাই.. তে অবস্থিত ?
6.প্রশ্নঃ- সার্ক বা করি কে নরওয়েতে কী বলে ?
উত্তরঃ-  বটন (Botn) (Source- Dr.Partha Basu -P-217)
7.প্রশ্নঃ- Hard Pan দেখা যায় ....পডজল... মাটিতে ৷
8.প্রশ্নঃ- Rag Picker রর্যযাগ পিকার কাকে বলে ?
উত্তরঃ- শহরাঞ্চলের বর্জ্য সংগ্রাহক । 
9.প্রশ্নঃ- "রামধনু বিপ্লব " জড়িত -  
উত্তরঃ-  নতুন কৃষি  নীতি -র সাথে ।